“নবাবগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় ৩ মাস পর সন্তান পেল তার পিতাকে”


প্রকাশের সময় : অক্টোবর ১২, ২০২২, ৮:০৬ অপরাহ্ন / ২৯৮
“নবাবগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় ৩ মাস পর সন্তান পেল তার পিতাকে”
নবাবগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় ৩ মাস পর সন্তান পেল তার পিতাকে
এম সাজেদুল ইসলাম সাগর, নবাবগঞ্জ (দিনাজপুর)
দিনাজপুরের  নবাবগঞ্জ থানাধীন ভোটার পাড়া এলাকায় একজন ষাটোর্ধ্ব ব্যক্তিকে অসুস্থ অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে।উক্ত ব্যক্তি তার নাম ঠিকানা বলতে না পারায় অত্র এলাকার মোঃ বুলু মিয়া গত রবিবারে নবাবগঞ্জ থানা পুলিশকে বিষয়টি অবগত করেন। নবাবগঞ্জ থানা পুলিশ সেই ব্যক্তির নাম ঠিকানা যাচাই করে জানতে পারে যে,তার নাম মোঃ আব্দুর রশিদ(৬৫),পিতা-মৃত কাশেম আলী, মাতা-মনিরন বেগম, সাং- নাওশালা, মিস্ত্রি বাড়ি, ইউনিয়ন-মোহনগঞ্জ,উপজেলা-রাজিবপুর, জেলা-কুড়িগ্রাম।পরবর্তীতে তার পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করা হয়। তার পরিবারের সঙ্গে কথা বলে জানা যায় যে, তিনি ২০২২ সালের জুলাই মাসের ১৫ তারিখ তার ছোট ছেলে মোঃ শাহিন(২৫) এর বর্তমান ঠিকানা গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নস্থ আদর্শ তল্লাপাড়া  থেকে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অদ্য ইং ১২/১০/২০২২ খ্রিঃ তার ছেলে মোঃ শহিন সহ নিকট আত্মীয়রা নবাবগঞ্জ থানায় এসে তার পরিচয় নিশ্চিত করেন। পরবর্তীতে উক্ত ব্যক্তিকে তার আত্মীয় স্বজনের উপস্থিতিতে তার ছেলে মোঃ শাহিনের জিম্মায় প্রদান করেন।
বার্তা প্রেরকঃ-
এম সাজেদুল ইসলাম সাগর
প্রতিনিধি
নবাবগঞ্জ, দিনাজপুর
তাং ১২-১০-২২
মোবাইল নং ০১৭৪৪-৬০৬২৫৪;