“নওগাঁর  বদলগাছীতে সরকারি কর্মকর্তার ফেনসিডিল খাওয়ার ভিডিও ভাইরাল”


প্রকাশের সময় : অক্টোবর ২৪, ২০২২, ৬:৩৪ অপরাহ্ন / ৩১৩
“নওগাঁর  বদলগাছীতে সরকারি কর্মকর্তার ফেনসিডিল খাওয়ার ভিডিও ভাইরাল”
“নওগাঁর  বদলগাছীতে সরকারি কর্মকর্তার ফেনসিডিল খাওয়ার ভিডিও ভাইরাল”
বুলবুল আহম্মেদ বুলু, বদলগাছী, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছী উপজেলার সরকারি কর্মকর্তার প্রকাশ্যে ফেনসিডিল খাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছাড়িয়ে পড়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বইছে।
ভিডিওতে দেখা যাচ্ছে বদলগাছী উপজেলার এলজিইডি অফিসের উপ-সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম প্রকাশ্যে রাস্তার উপর মোটরসাইকেলে বসে ফেনসিডিল পান করছেন। সেখানে দেখা গিয়েছে পূর্ব থেকে ফোনে যোগাযোগ করা মাদক ব্যবসায়ী জনৈক উজ্জল হোসেন রাস্তার এক পাশ থেকে গোপনে ফেনসিডিলের বোতল সাইফুল ইসলামকে দেন। সেই ফেনসিডিল তিনি রাস্তার উপর মোটরসাইকেলে বসেই পান করেন। কিছুক্ষণ পরে ওই মাদক ব্যবসায়ী পুনরায় তার সামনে গেলে তিনি পকেট থেকে টাকা বের করে মাদকের মূল্য পরিশোধ করেন।
এ বিষয়ে অভিযুক্ত এলজিইডি’র উপ-সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি কোন উত্তর না দিয়ে নানা ভাবে ম্যানেজ করার চেষ্টা করেন। বদলগাছী উপজেলা এলজিইডি’র  প্রকৌশলী মোখলেছুর রহমানের সাথে মুঠোফনে যোগাযোগ করা হলে তিনি আগেই জানতে চান কোন বিষয়ে আপনি কথা বলতে চাচ্ছেন। এবং বিষয়টি জানার পর তিনি এ বিষয়ে কোন প্রকার মন্তব্য করতে পারবেন না বলে ফোন রেখে দেন।
বুলবুল আহম্মেদ।
নওগাঁ বদলগাছী
প্রতিনিধি ।
01717669258