দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথম বারের মতো নির্ভেজাল ভোট দিতে পেরে আনন্দিত লালমনির হাটের যুবকরা


প্রকাশের সময় : জানুয়ারী ৮, ২০২৪, ৯:৫৪ পূর্বাহ্ন / ১২৪
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথম বারের মতো নির্ভেজাল ভোট দিতে পেরে আনন্দিত লালমনির হাটের যুবকরা

সফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার লালমনিরহাট:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন ভোটারদের মাঝে আনন্দের যেন কমতি নেই। এবার প্রথম বারের মত নিজে ভোটকেন্দ্রে এসে ভোট দিলেন আগামী দিনের প্রতিনিধি নির্বাচনে।

লালমনিরহাট জেলার তিনটি আসনের বিভিন্ন কেন্দ্রে সকাল থেকেই ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সাথে সাথেই আসতে শুরু করেছেন নারী-পুরুষ ভোটারেরা।
হালকা শীতে ভোটকেন্দ্র গুলোতে নির্বিঘ্নে ভোটার গণ নিজে এসে ভোট দিতে পেরেই খুশি। চোখে মুখে আনন্দের উচ্ছ্বাস,

রিপোর্ট লেখা পর্যন্ত লালমনিরহাট জেলার তিনটি আসনেই নৌকা প্রার্থী বেসরকারিভাবে, বিপুল ভোটে বিজয় অর্জন করে বলে জানা যায়।

৭জানুয়ারী (রবিবার) লালমনিরহাট সদর হতে বুড়িমারী পর্যন্ত পরিদর্শনকালে কম বেশি ভোটারদের উপস্থিতি চোখে পড়ে। ভোট কেন্দ্রের বাহিরে ভোটারসহ প্রার্থীদের কর্মী সমর্থকদের আনাগোনার যেন কমতি নেই।এবং লালমনিরহাট সদর উপজেলা, আদিতমারী উপজেলা, কালিগঞ্জ উপজেলা, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলায় কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট কেন্দ্রগুলো সুন্দর পরিবেশে ভোট গ্রহণ চলছে বলে ভোটাররা আমাদেরকে জানান।

সব কেন্দ্র প্রায় শতকরা ৪০%ভোট পড়েছে বলে রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে জানান।
বিভিন্ন কেন্দ্রে ভোটারদের সাথে কথা হলে তারা জানান,শীতের সকালে ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি কম হলেও দুপুরের দিকে ভোটারেরা কেন্দ্রমুখী হচ্ছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে ভোট কেন্দ্র গুলোতে। এসময় নৌকা ⛵ স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের দেখা যায়।
উল্লেখ্য, সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। বিকেল চারটা পর্যন্ত। পরে প্রতিটি উপজেলার রিটার্নিং কর্মকর্তারা নিজ নিজ ফলাফল ঘোষণা করতে শুরু করে।