দায়িত্ব অনিয়মের কারনে ফেনী পৌরসভার দুই জন বরখাস্ত হয়েছে।


প্রকাশের সময় : ডিসেম্বর ৩১, ২০২২, ৫:৩৯ অপরাহ্ন / ৩৬৬
দায়িত্ব অনিয়মের কারনে ফেনী পৌরসভার দুই জন বরখাস্ত হয়েছে।
দায়িত্ব অনিয়মের কারনে ফেনী পৌরসভার দুই জন বরখাস্ত হয়েছে।
আবুল হাসনাত রিন্টু, ফেনী প্রতিনিধি –
নিজ শাখার দায়িত্ব ছেড়ে জন্ম নিবন্ধন সংক্রান্ত কাজে হস্তক্ষেপ ও অনৈতিকভাবে অর্থ আদায়ের অভিযোগে ফেনী পৌরসভার, পৌরসভার কর নির্ধারণ শাখার অফিস সহায়ক নুরুন্নবী ভূঁইয়া এবং সহকারী কর আদায়কারী সেলিম উদ্দিনকে বরখাস্ত করা হয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর) পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী এ নির্দেশ দেন।
পৌরসভার সচিব গিফারি বলেন, মেয়র পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের স্ব স্ব শাখায় দায়িত্ব পালন করতে বলেছিলেন। কেউ যেন নিজ শাখার কাজ ছেড়ে অন্য শাখার কাজে হস্তক্ষেপ না করে এবং কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত না হয় সেজন্যও নির্দেশ দেওয়া হয়েছিল। তারপরও অভিযুক্তরা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকায় সাময়িক বরখাস্ত করা হয়েছে।
পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, পৌরসভায় দায়িত্বরত সকলকে স্ব স্ব বিভাগে দায়িত্ব পালন করতে পূর্বে থেকেই নির্দেশনা ছিল। অভিযুক্তদের বিরুদ্ধে প্রমাণ সাপেক্ষে বরখাস্ত করা হয়েছে।