“তুহিন পারভেজের শিশুপুত্র মাহীর দাফন সম্পন্ন এলাকা জুড়ে শোকের মাতম”


প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২২, ৭:১৫ অপরাহ্ন / ২৯৭
“তুহিন পারভেজের শিশুপুত্র মাহীর দাফন সম্পন্ন এলাকা জুড়ে শোকের মাতম”
“তুহিন পারভেজের শিশুপুত্র মাহীর দাফন সম্পন্ন এলাকা জুড়ে শোকের মাতম”
শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি –
কলিজার টুকরা সন্তান মাহীকে হারিয়ে পিতা তুহিন পারভেজ,মাতা মিলি বেগম পাগল প্রায়৷স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে আকাশ বাতাস৷এলাকা জুড়ে চলছে শোকের মাতম।কিছুতেই মেনে নিতে পারছে না মাহীর অকাল মৃত্যু। প্রায় তিন চারদিন আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত মাহীকে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার দিবাগত রাত ২টার দিকে  চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত ২ টার দিকে ডেঙ্গু জ্বরে মৃত্যুবরণ  করেন।বুধবার সকালে মাহীর মরাদেহো গ্রামের বাড়ি পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের মালত গ্রামে এসে পৌছায়।মাহীকে শেষ বারের মত একনজর দেখতে দূরদূরান্ত থেকে সকলে ছুটে আসেন৷বুধবার সকালেই মালত কেন্দ্রীয় জামে মসজিদে মাহীর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়৷জানাজা নামাজ পূর্বে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।বক্তব্য রাখেন মাহীর দাদা সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব  কামরুজ্জামান মোড়ল,পাইকগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রশীদুজ্জামান মোড়ল, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দার,অহিদুজ্জামান মোড়ল ও আলেম ওলামাগণ৷

Bangladesh It Host