“তাহিরপুরের দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে, আহত ৫০”


প্রকাশের সময় : অক্টোবর ২৬, ২০২২, ৭:৫৬ অপরাহ্ন / ৩২৪
“তাহিরপুরের দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে, আহত ৫০”
“তাহিরপুরের দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে, আহত ৫০”
শওকত হাসাম, তাহিরপুর প্রতিনিধিঃ-
তাহিরপুরের পাটলাই নদীতে চাঁদাবাজির দখলদারিত্ব নিয়ে ঘন্টাব্যাপী দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ৫০ জন আহত হয়েছে।
গুরুতর আহতরা তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিরত গুরুতর আহতরা হলো, রনিক তালুকদার,সুজন মিয়া,সম্রাট তালুকদার,মুরাদ মিয়া,সামাদ তালুকদার,খলিল তালুকদার,হিরা তালুকদার,জনিক তালুকদার,জুবায়ের তালুকদার,অরিফ তালুকদার,মহসিন তালুকদার,ওমি তালুকতার,শরীফ তালুকদার,আবু লেইছ,তরিকুল ইসলাম সামরুল,জেনু মিয়া,একাবনুর,খলিল মিয়া,আকিক মরল,হাবলু মিয়া,মবলু মিয়া,কবির মিয়া,শাহানুর রহমান,তানজিল মিয়া,মুরসালিন,হাসান মিয়া,সালেহ আহমদ,হাইয়ুল মিয়া। অপর আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। গুরুতর আহত রনিক তালুকদারকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছে বলে জানিয়েছেন জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক উপসহকারী মেডিকেল অফিসার আব্দুল খালেক।
তাহিরপুর থানার এসআই সিদ্দিকুর রহমান ও এলাকাবাসীসূত্রে জানা যায়, সোমবার সকাল ৭টায় উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের শ্রীপুর বাজারে পাটলাই নদীতে চাঁদাবাজিকে কেন্দ্র করে তরং,শিবরামপুর ও খালাশ্রীপুরসহ তিন গ্রামের লোকজনের মধ্যে দেশীয় অস্র সস্র নিয়ে ঘন্টাব্যপী এ সংঘর্ষ বাঁধে। সংবাদ পেয়ে তাহিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এলাকাবাসী আরো জানান, বড়ছড়া চারাগঁাও থেকে আমদানীকৃত কয়লা ও চুনাপাথর দেশের বিভিন্ন স্থানে পাটলাই নদী দিয়ে পরিবহন করে থাকে নৌ পরিবহন মালিকরা। এতে বিআইডব্লিউটিএ’র নাম ধরে সংঘর্ষে লিপ্ত পক্ষদ্বয়রা দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছে। বর্তমানে শ্রীপুর বাজারে থমথম উত্তেজনা বিরাজ করছে। তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো. ইফতেখার হোসেন সংঘর্ষের ঘটনাটি সত্যতা স্বীকার করে বলেন, এ পর্যন্ত কোন পক্ষই অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ আসলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
তাহিরপুর
২৪.১০.২২