তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল: পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন । 


প্রকাশের সময় : ডিসেম্বর ১৯, ২০২২, ৮:৪০ অপরাহ্ন / ৩৯৬
তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল: পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন । 
তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল: পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন । 
আবুবকর ছিদ্দীক বান্দরবান প্রতিনিধিঃ
পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন,”তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। দেশকে উন্নয়নের অব্যাহত রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার ।
তিনি বলেন, আমেরিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরী কিসিঞ্জার বাংলাদেশ কে একটি তলা বিহীন ঝুড়ি বলে আখ্যায়িত করেছিলেন। কিন্তু বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে তিনি প্রমাণ করলেন তাদের কথা ভুল। আজকের বাংলাদেশ অনেকাংশে স্বয়ং সম্পূর্ন। প্রধানমন্ত্রীর দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বের কারনে বাংলাদেশ এখন বিশ্বের উন্নয়নের রোল মডেল।
শনিবার (১৭ ডিসেম্বর) সকালে বান্দরবান জেলা পরিষদ কনফারেন্স হল রুমে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় জিআর খাদ আপদকালীন পরিস্থিতি মোকাবেলায় ৬১ জনকে ১৬ লক্ষ ৬৫ হাজার নগদ অর্থ  এবং ৭ টি উপজেলার কৃষক সমবায় সমিতি ও কৃষকদের মাঝে ২৯ টি পাওয়ার ট্রিলার,৩৪ টি কিটনাষক স্প্রে মেশিন,১৩ টি সেচ পাম এবং ৫৩ টি ফুট পাম সহ সর্বমোট ৭৪ লক্ষ টাকার কৃষি উপকরণ সরঞ্জাম  কৃষকদের মাঝে বিতরণ করা হয়।
বিতরণী অনুষ্ঠানে জেলা পরিষদের সদস্য লক্ষিপদ দাশ সঞ্চালনায় পুলিশ সুপার তারিকুল ইসলাম, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এ.টি.এম কাউছার, স্থানীয় সরকার উপ-পরিচালক লুৎফর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরোজ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক রফিকুল ইসলাম, জেলা পরিষদের সদস্য ক্যা সা প্রু মার্মা, মোজাম্মেল হক বাহাদুর,সিঅং খুমী,পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবীসহ গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।