“ডিমলায় ট্রাফিক সচেনতামূলক প্রচারণা”
মোঃ হাবিবুল হাসান হাবিব, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি –
নীলফামারীর ডিমলায় সড়ক দূর্ঘটনা রোধকল্পে ট্রাফিক সচেনতামূলক প্রচারনা করেছেন ডিমলা থানা পুলিশ প্রশাসন। আজ সোমবার (২৪ অক্টোবর) সকালে ডিমলা বিজয় চচ্বর ও স্মৃতি অম্লান চত্বরে সামনে “আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারী জেলা পুলিশের নির্দেশনায় ডিমলায় সড়ক দূর্ঘটনা রোধকল্পে ট্রাফিক সচেনতামূলক প্রচারনা করা হয়। মটর সাইকেল হেলমেট পরিধান ব্যক্তিদের গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানান ডিমলা থানা পুলিশ প্রশাসন। এসময় উপস্থিত ছিলেন ডিমলা থানার অফিসার ইনচার্জ মোঃ লাইছুর রহমান, পুলিশ পরিদর্শক বিশ্বদেব রায়, এসআই প্রদীপ কুমার সহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ। অফিসার ইনচার্জ মোঃ লাইছুর রহমান মটর সাইকেল আরোগীদের উদ্দেশ্যে বলেন গাড়ী চালানার সময় অবশ্যই মাথায় হেলমেট পরিধান ও গাড়ীর গতিসীমা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে । সেই সাথে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সড়কে গাড়ী চালানোর জন্য বিভিন্ন ট্রাফিক সর্তকতামূলক দিক নির্দেশনা প্রদান করেন এবং গাড়ীতে স্টিকার লাগিয়ে দেন। স্টিকার বিতরণকালীন সময় নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকারের ব্যক্তিগত গাড়ীর কাগজপত্রাদি দেখেন এবং তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
আপনার মতামত লিখুন :