ঠাকুরগাঁওয়ে সমাজসেবা অধিদফতরের ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও অসদুপায় অবলম্বনের অভিযোগে শিক্ষকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত থাকায় ৪ জনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। শুক্রবার (২১শে অক্টোবর) দুপুরে পৌর শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আহম্মদ জীব্রিল, একই স্কুলের ৪র্থ শ্রেণির কর্মচারি জহিরুল ইসলাম, ফাড়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক কোভিদ ইকবাল ও সদর উপজেলা বালিয়া ইউনিয়নের শফিকুল ইসলাম। ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার ও মামলার বাদী এসএম রফিকুল ইসলাম জানান, পরীক্ষা চলাকালীন সময়ে দুইটি কক্ষে পরীক্ষার্থীদের হট্টগোল শোনা যায়। এরপর সেখানে গেলে পরীক্ষার্থীরা জানান ওই স্কুলের দুইজন অফিস সহায়ক এক পরীক্ষার্থীকে নকলের চিরকুট সরবরাহ করেছেন এবং এর সাথে স্কুলের অন্য শিক্ষকরাও জড়িত। এ কারণে অন্যান্য পরীক্ষার্থীরা উত্তেজিত হয় এবং তাদের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ চারজনকে আটক করে। পরে জেলা প্রশাসক মাহবুবুর রহমানকে বিষয়টি জানানো হলে তিনি অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করতে বলেন।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন বলেন, পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও অসদুপায় অবলম্বনের অভিযোগে শিক্ষক কর্মচারীসহ বেশ কয়েকজনের নামে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এ পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করেছে এবং বাকিদের গ্রেফতারে চেষ্টা চলছে।
জসীমউদ্দীন ইতি
০১৭৫১০৭৯৮২৩
ঠাকুরগাঁও
আপনার মতামত লিখুন :