টাঙ্গাইল-১ মধুপুর ধনবাড়ি আসনে ৫ বারের মতো বিপুল ভোটে জয়ী হলেন কৃষি মন্ত্রী


প্রকাশের সময় : জানুয়ারী ৮, ২০২৪, ১০:২৯ অপরাহ্ন / ১২৮
টাঙ্গাইল-১ মধুপুর ধনবাড়ি আসনে ৫ বারের মতো বিপুল ভোটে জয়ী হলেন কৃষি মন্ত্রী

মোঃ দেলোয়ার হোসেন, টাঙ্গাইল জেলা ক্রাইম রিপোর্টার:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে পঞ্চমবারের মতো বিপুল ভোটে বিজয়ী হয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

দুই উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী অফিসারের কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, মধুপুর উপজেলার ৩৯% ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। ধনবাড়ী উপজেলায় ভোট প্রাপ্তির হার ৫৫.৫২%।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে পঞ্চমবারের মতো বিপুল ভোটে বিজয়ী হয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

দুই উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী অফিসারের কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, মধুপুর উপজেলার ৩৯% ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। ধনবাড়ী উপজেলায় ভোট প্রাপ্তির হার ৫৫.৫২%।

এর মধ্যে নৌকা প্রতীকের ড. রাজ্জাক মধুপুর উপজেলায় পেয়েছেন ৯০ হাজার ৫৯৪ এবং ধনবাড়ী উপজেলায় তার প্রাপ্ত ভোট ৮৩ হাজার ৫২৮। দুই উপজেলায় মিলে তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৭৪ হাজার ১২২।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের সাবেক সংসদ সদস্য খন্দকার আনোয়ারুল হক পেয়েছেন ৪ হাজার ১৭৮ ভোট। তিনি মধুপুর উপজেলায় পেয়েছেন ১ হাজার ৮২৭ ও ধনবাড়ীতে পেয়েছেন ২ হাজার ৩৫১ ভোট।

কোনো রকম অপ্রীতিকর ঘটনা এই আসনটিতে ঘটেনি। মধুপুর উপজেলা প্রেসক্লাবের সম্মানিত উপদেষ্টা মোঃ আরশেদ আলী রাসু জানান, মধুপুর ধনবাড়ি আসনের প্রায় প্রতিটি কেন্দ্র পরিদর্শন কালে সাধারণ ভোটারদের সাথে কথা আমি কথা বলেছি, তারা বলেছেন এবারের মতো শান্তিপুর্ণ ভাবে আর ভোট গ্রহন আমরা দেখিনি।এবার একজনের ভোট অন্য কেউ দিতে পারেনি।

রাসু আরও জানান, আমি মধুপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সম্পাদক সহ আরও অন্যান্য সদস্যদের নিয়ে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছি, মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা দেখেছি তা অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে নতুন প্রজন্মকে ভোট প্রয়োগে উৎসাহিত করবে।