“ঝিকরগাছায় স্বপ্নলোকের পাঠশালার মা সমাবেশ অনুষ্ঠিত।”


প্রকাশের সময় : ডিসেম্বর ৪, ২০২২, ৪:৩৭ অপরাহ্ন / ২৪৬
“ঝিকরগাছায় স্বপ্নলোকের পাঠশালার মা সমাবেশ অনুষ্ঠিত।”
“ঝিকরগাছায় স্বপ্নলোকের পাঠশালার মা সমাবেশ অনুষ্ঠিত।”
শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা যশোর:
যশোরের ঝিকরগাছার পেন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান স্বপ্নলোকের পাঠশালার অভিভাবকদের নিয়ে মা সমাবেশ করা হয়েছে। শনিবার সকালে পেন ফাউন্ডেশন প্রধান কার্যালয়ে স্বপ্নলোকের পাঠশালার ০২টি ক্যাম্পাসের ৭০জন শিক্ষার্থীদের অভিভাবকের নিয়ে মা সমাবেশে প্রধান অতিথি ছিলেন পেন ফাউন্ডেশনের সভাপতি, বিশিষ্ট সাহিত্যিক ও গবেষক সফিয়ার রহমান। পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও স্বপ্নলোকের পাঠশালা’র প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মেঘনা ইমদাদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন পেন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক টিম লিডার প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড প্রাপ্ত রোভার স্কাউট জুবায়ের বিন মকলেছ, স্বপ্নলোকের পাঠশালা’র রত্না ইসলাম ও শিক্ষক বিথী খাতুন, পেন ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার মায়মুনা সুলতানা একা সহ আরও অনেকে। উল্লেখ্য, উক্ত মা সমাবেশ আসন্ন অনুষ্ঠিতব্য চুড়ান্ত পরীক্ষা, বার্ষিক বনভোজন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও মেডিকেল ক্যাম্প প্রস্তুতিমূলক বিষয়ে আলোচনা করা হয়।

শার্শায় জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২২ পালিত।  

আঃজলিল,স্টাফ রিপোর্টারঃ–

যশোরের শার্শায় ৩১তম আন্তর্জাতিক ও ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২২ উদযাপন উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও প্রতিবন্ধী সদস্যদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে। ইং ৩/১২/২২ তাং শনিবার বেলা ১১টার সময় শার্শা উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে এবং নাভারণ প্রতিবন্ধী বিদ্যালয় ও জীবন থেরাপি সেন্টারের আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি মো. আবু বাক্কার সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌহিদুর ইসলাম, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেন, শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবীর উদ্দীন আহম্মেদ তোতা, শার্শা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোরাদ হোসেন, ইউপি সদস্য আবুল হোসেন সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন ও সংস্থার দাতা সদস্যবৃন্দ। অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিশেষ চাহিদা সম্পূর্ণ বয়স্ক ও শিশুদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়।

প্রেরক,

আঃজলিল

স্টাফ রিপোর্টার

তাং৩/১২/২২

মোবাইল ০১৮৮৩-৯৩৫৪৬৬