“জয়পুরহাট জেলা পুলিশের অফিসার ও ফোর্সের সমন্বয়ে  মাস্টার প্যারেড অনুষ্ঠিত”


প্রকাশের সময় : অক্টোবর ২৪, ২০২২, ৪:৫৯ অপরাহ্ন / ৩১২
“জয়পুরহাট জেলা পুলিশের অফিসার ও ফোর্সের সমন্বয়ে  মাস্টার প্যারেড অনুষ্ঠিত”

“জয়পুরহাট জেলা পুলিশের অফিসার ও ফোর্সের সমন্বয়ে  মাস্টার প্যারেড অনুষ্ঠিত”
মোঃ আমজাদ হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধি –

অদ্য  রবিবার জয়পুরহাট পুলিশ লাইন্স মাঠে অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। সকাল ০৮.০০ ঘটিকায় প্যারেডে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন জনাব মোহাম্মদ নূরে আলম, পুলিশ সুপার, জয়পুরহাট।প্যারেড অধিনায়ক প্যারেড অধিনায়ক জনাব মোঃ মোশফেকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জয়পুরহাট এবং সহ-অধিনায়ক জনাব সৈয়দ মাহাবুব আলম, পুলিশ পরিদর্শক (সশস্ত্র), ভারপ্রাপ্ত আরআই, পুলিশ লাইন্স, জয়পুরহাট এর নেতৃত্বে জেলার অফিসার ও ফোর্সের সমন্বয়ে গঠিত ০৬টি কন্টিনজেন্ট ও ব্যান্ডদলের নয়নাভিরাম প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহন করেন পুলিশ সুপার, জয়পুরহাট। পরিদর্শনকালে মাঠ পর্যায়ের প্যারেড দক্ষতা মূল্যায়ণ করেন এবং চৌকস পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন। সেই সাথে সুশৃংখলভাবে পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ প্রদান করেন। দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের জনগণের সাথে সু-সম্পর্ক বজায় রাখার নির্দেশ প্রদান করেন।

এ সময় তিনি অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে শৃঙ্খলা, ড্রেসরুলস মেনে পোশাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিস্কার পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহারে পুলিশ হেডকোয়ার্টার্স এর নির্দেশনাবলী গুলো মানার জন্য এবং সর্বোচ্চ সতর্ক থাকার জন্য নির্দেশ প্রদান করেন।