জয়পুরহাট জেলার কালাইয়ে ‘ওমর কিন্ডারগার্টেন স্কুল এন্ড একাডেমি’তে নানা আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী….


প্রকাশের সময় : অক্টোবর ২৬, ২০২২, ৫:৩০ অপরাহ্ন / ৩১৬
জয়পুরহাট জেলার কালাইয়ে ‘ওমর কিন্ডারগার্টেন স্কুল এন্ড একাডেমি’তে নানা আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী….

জয়পুরহাট জেলার কালাইয়ে ‘ওমর কিন্ডারগার্টেন স্কুল এন্ড একাডেমি’তে নানা আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী….
মোঃ জাহিদুল ইসলাম। কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : ২৪ অক্টোবর, ২০২২
জয়পুরহাটের কালাইয়ে ‘ওমর কিন্ডারগার্টেন স্কুল এন্ড একাডেমি’র শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে সহায়ক- ‘ম্যাথ এন্ড সায়েন্স’ এবং  ‘ল্যাঙ্গুয়েজ’ নামে  দু’টি ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে। একই সাথে ‘কম্পিউটার’ এবং ‘স্পোর্টিং’ নামে আরও দুটি নতুন ক্লাবের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে শিক্ষা প্রতিষ্ঠান চত্বরে ওই নতুন দুটি ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন।  আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওমর কিন্ডারগার্টেন স্কুল এন্ড একাডেমি’র সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ওমর আব্দুল আজিজ। প্রধান অতিথির বক্তব্য দেন কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন। আরও বক্তব্য দেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জান্নাত আরা তিথি, পৌরসভার মেয়র রাবেয়া সুলতানা, শিক্ষার্থী সামিউল ইসলাম সায়েম প্রমুখ।
কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক প্রদর্শনীর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

মোঃ জাহিদুল ইসলাম
কালাই (জয়পুরহাট)
০১৭৮৫৩৫২৫৫৮