জয়পুরহাট খেলার সরঞ্জামাদিসহ ০৬(ছয়) জন জুয়ারু আটক
মোঃ আমজাদ হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধি
জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি)পুলিশ কর্তৃক জয়পুরহাট জেলার কালাই থানা এলাকা হতে জুয়া খেলার সরঞ্জামাদিসহ ০৬(ছয়) জন জুয়ারুকে গ্রেফতার করা হয়।
জয়পুরহাট কালাই থানা এলাকায় ১৫-১০-২০২২ খ্রিঃ তারিখ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই(নিঃ) মোঃ আমিরুল ইসলাম, এএসআই(নিঃ) মাহমুদ সিদ্দিকী, এএসআই (নিঃ) মোঃ জাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা ডিউটি করাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট জেলার কালাই থানাধীন গঙ্গাদাসপুর সাকিনস্থ জনৈক মোজাম মৌলভী এর ডিপ টিউবয়েল এর ঘর সংলগ্ন ফাঁকা জায়গায় জায়াগায় প্রকাশ্যে জুয়া খেলা অবস্থায় জুয়ারু ১। মোঃ আঃ আলীম(৩৫), পিং-মৃত-আবু বক্কর সিদ্দিক, সাং-পূর্বকৃষ্টপুর, ২। শ্রী মহন্ত চন্দ্র দাস ওরফে মোহন(৩৮), পিং-মৃত-বসন্ত চন্দ্র মহন্ত, সাং-পুনট, ৩। মোঃ আলী আনছার ওরফে আনছার(৪৫), পিং-মোঃ আঃ মজিদ, সাং-জমিনপুর, ৪। মোঃ গোলাম মোস্তফা(৫০), পিং-মৃত-মোকছেদ আলী, সাং-মাস্তর, ৫। মোঃ রেজাউল করিম(৪২), পিং-মৃত-জয়নাল আবেদীন, সাং-সারুঞ্জা, ৬। মোঃ নওশাদ আলী লিটন(২৫), পিং-মোঃ আঃ ছাত্তার, সাং-সারুঞ্জা, সর্বথানা-কালাই, জেলা-জয়পুরহাটগণ জুয়া খেলার সরঞ্জামাদীসহ গ্রেফতার করেন। তাহাদের বিরুদ্ধে জুয়া আইনে থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।
Attachments area
ReplyForward
|