“জাল সনদ তৈরীর অপরাধে RAB-14 এর হাতে আটক দিগপাইত কলেজের কম্পিউটার প্রদর্শক মালেক”


প্রকাশের সময় : নভেম্বর ২৭, ২০২২, ৬:০৩ অপরাহ্ন / ২৫৮
“জাল সনদ তৈরীর অপরাধে RAB-14 এর হাতে আটক দিগপাইত কলেজের কম্পিউটার প্রদর্শক মালেক”
“জাল সনদ তৈরীর অপরাধে RAB-14 এর হাতে আটক দিগপাইত কলেজের কম্পিউটার প্রদর্শক মালেক”
কামরুল হাসানঃ
দিগপাইত শামছুল হক ডিগ্রি কলেজের বিএম শাখার কম্পিউটার প্রদর্শক ও দিগপাইত কলেজ রোড়ের বর্ণমালা কম্পিউটার দোকানের মালিক মীর মোশারফ হোসেন ওরফে আব্দুল মালেক শনিবার দুপুরে RAB-14 এর হাতে আটক হয়েছেন। সেই সাথে জাল সনদ তৈরীর সরঞ্জাম ও কম্পিউটার জব্দ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল মালেক অনেকদিন যাবত মোটা অংকের টাকার বিনিময়ে একাডেমিক ও প্রশিক্ষণসহ বিভিন্ন জাল সনদ তৈরীর ব্যবসা করে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে RAB-14 শনিবার দুপুরে তার ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পান। পরে তাকে আটক করে নিয়ে যায়। সে সময় তার জাল সনদ তৈরীর সরঞ্জাম ও কম্পিউটার জব্দ করা হয়। এ বিষয়ে RAB-14 এর এক কর্মকর্তা জানান, ঘটনা সত্য। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
কামরুল হাসান
০১৯১৪৭৩৫৮৪২
২৬/১১/২০২২