জয়পুরহাটে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


প্রকাশের সময় : জানুয়ারী ৩, ২০২৩, ৬:১৯ অপরাহ্ন / ৪৯১
জয়পুরহাটে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জয়পুরহাটে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মোঃ আমজাদ হোসেন স্টাফ রিপোর্টার জয়পুরহাট, ০২ জানুয়ারি ২৩
‘উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়’ শ্লোগানকে প্রতিপাদ্য করে সারাদেশের ন্যায় জয়পুরহাটেও ২৪তম জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা করা হয়েছে। সোমবার (০২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এই আলোচনা সভা করা হয়।
এসময় জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, আনোয়ার পারভেজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগ সভাপতি আরিফুর রহমান রকেট, সহ-সভাপতি গোলাম হক্কানী, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক ইমাম হাসিম, জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নুরুল আমিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সমাজের সকল স্তরের জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সমাজসেবা অধিদপ্তর থেকে যারা সরকারিভাবে ঋণ গ্রহণ করেন তারা যাতে অন্য কোন এনজিও থেকে ঋণ না গ্রহণ করেন সেই বিষয়ে বক্তব্য প্রদান করেন।