জয়পুরহাটের ব্যাংকের চালান জালিয়াতি করায় আইনজীবী গ্রেপ্তার।
মোঃ আমজাদ হোসেন স্টাফ রিপোর্টার জয়পুরহাট –
জয়পুরহাটে চেকের মামলায় ব্যাংক চালান জালিয়াতির দায়ে আইনজীবী কারাগারে। সোমবার (৫ ডিসেম্বর) বিকেলে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নীশিথ রঞ্জন বিশ্বাস এ আদেশ দেন। মামলার বিবরণে জানা যায়, সোহেল রানা নামে এক ব্যাক্তির বিরুদ্ধে চেকের টাকা পাওয়াকে কেন্দ্র করে আদালতে মামলা করেন। সেই মামলায় সোহেল রানা কারাগারে থাকে।তাকে কারাগার থেকে জামিনে মুক্ত করার জন্য আইনজীবী,কারারক্ষী, ও মুহুরিসহ ৬ জনের যোগসাজশে ব্যাংকের চালান ও অন্যান্য কাগজ পত্র করে জাল জালিয়াতি করে সোহেল রানাকে জামিনে মুক্ত করে। পরে বাদী ও ব্যাংকের সন্দেহ হলে গোয়েন্দা পুলিশকে জানালে গোয়েন্দা পুলিশ তদন্ত করে আইনজীবী, মুহুরি ও কারারক্ষীসহ ৬ জনের সম্পৃক্ততা পেয়ে তাদের বিরুদ্ধে জয়পুরহাট থানায় মামলা করেন গোয়েন্দা পুলিশ। মামলায় আইনজীবী আনিছুর রহমান ভারতে পলাতক ছিল। সোমবার জয়পুরহাট চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন চাইতে আসলে বিচারক জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
এ বিষয়ে জয়পুরহাট আইনজীবী সমিতির সভাপতি রফিকুল ইসলাম তরুণ এ্যাড. আনিছুর রহমানকে কারাগারে পাঠানোর ব্যাপারে নিশ্চিত করে বলেন মিটিং এ সিদ্ধান্তের পর বিষয়টি জানানো হবে। এ ব্যাপারে জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম বলেন, ফিড ব্যবসায়ী সোহেল রানার নামে আদালতে একটি চেকের মামলা হয়। চেকের মামলায় সোহেল রানার আইনজীবী আনিছুর রহমান চেক জালিয়াতি করে সোহেল রানাকে জামিন করেন। পরবর্তীতে সন্দেহ হলে পুলিশকে জানায়।পরে গোয়েন্দা পুলিশ তদন্ত করে এক আইনজীবীসহ ৬ জনের সম্পৃক্ততা পাওয়ায় সদর থানায় মামলা করে গোয়েন্দা পুলিশ। আইনজীবী আনিছুর রহমান ভারতে পলাতক ছিলেন। আইনজীবী দেশে এসে সোমবার জামিন নিতে গেলে আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো নির্দেশ দেন।
জয়পুরহাটে অধিকার এখানে, এখনই প্রকল্পের সভা অনুষ্ঠিত।
মোঃ আমজাদ হোসেন স্টাফ রিপোর্টার জয়পুরহাট –
জয়পুরহাটে অধিকার এখানে, এখনই প্রকল্পে আইন ও নীতি অনুসরণ করে তরুণ জনগোষ্ঠীর (এসআরএইসআর) অধিকার প্রচারের জন্য তরুণ এবং নীতিনির্ধারকদের মধ্যে সংলাপ সভা অনুষ্ঠিত। সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি ব্র্যাকের আয়োজনে, ( ৫ ডিসেম্বর) সোমবার বেলা ১০ টায় পৌর এলাকার “স্বপ্ন ছায়া” কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
ব্র্যাকের জেলা সমন্বয়ক আরিফুল ইসলামের সভাপতিত্বে, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, এসএম সোলায়মান আলী, জেলা শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক ইমাম হাশিম, জেলা পরিবার পরিকল্পনার সহকারী উপ-পরিচালক মাহবুব হাসান ভুইয়া, পৌর প্যানেল মেয়র জান্নাতুল ফেরদাউস ঝর্না, মামুনুর রশীদ ও অলিউজ্জামান বাপ্পি, ব্রাকের এরিয়া সমন্বয়ক মাধুরী সূত্রধর, জেলা ইয়্যূথ যুব সংগঠক মূর্শিদা খাতুনসহ অন্যান্য সদস্যরা। সংলাপ সভায় কিশোর ও তরুণরা প্রজনন স্বাস্থ্য বিষয়ে খোলামেলা কথা বলতে পারে এবং তথ্য প্রাপ্তির ক্ষেত্রে সামাজিক ট্যাবু ও বাধাঁ রয়েছে তা দুর করা। সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি, শারীরিক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেন আয়োজক ও অতিথিরা।