জগন্নাথপুরে ঈদে মীলাদুন্নবী (সা:) উপলক্ষে আলোচনাসভা ও বিশাল মুবারক র‍্যালী।


প্রকাশের সময় : অক্টোবর ১৩, ২০২২, ৩:৫২ অপরাহ্ন / ৩৪৯
জগন্নাথপুরে ঈদে মীলাদুন্নবী (সা:) উপলক্ষে আলোচনাসভা ও বিশাল মুবারক র‍্যালী।
জগন্নাথপুরে ঈদে মীলাদুন্নবী (সা:) উপলক্ষে আলোচনাসভা ও বিশাল মুবারক র‍্যালী।
রনি মিয়া, জগন্নাথপুর প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা:) উপলক্ষে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়া এবং পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) বাস্তবায়ন পরিষদের উদ্যোগে আয়োজিত মুবারক র‍্যালি ও আলোচনা সম্পন্ন হয়েছে।
বুধবার (১২ অক্টোবর) সকাল ১০টায় জগন্নাথপুর আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) বাস্তবায়ন পরিষদ জগন্নাথপুর এর আহবায়ক মাওলানা মো. মহিউদ্দিন এমরানের সভাপতিত্বে ও সদস্য সচিব সাইদুল ইসলাম এবং যুগ্ম সদস্য সচিব সেজু কোরেশীর যৌথ পরিচালনায়
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র মহাসচিব অধ্যক্ষ মাওলানা এ.কে.এম মনোওর আলী বলেছেন, রবিউল আউয়াল মাসে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই ইহজগতে তাশরিফ এনেছিলেন।
বর্বরতায় ডুবে থাকা মানুষের আশার আলো হয়ে, শান্তি ও মুক্তির পয়গাম নিয়ে তিনি এসেছিলেন ক্ষণিকের এই পৃথিবীতে। তাঁর সেই আগমনের মুবারক সময়কে স্মরণ করে আশেকানে মোস্তাফারা খুশি উদযাপন করে। যে নবী রহমতের নবী, উম্মাহর দরদী নবী, সেই নবীকে পেয়ে খুশি জাহির করার চেয়ে বড় ইহসান আর কী হতে পারে? তিনি আরও বলেন, পৃথিবীর মানুষেরা যখন আল্লাহ তায়ালাকে ভুলে গিয়ে তাদের মনুষ্যত্ব বিসর্জন দিয়ে একেকজন নরাধম হয়ে খুনখারাবি, রাহাজানি, যিনা, ব্যভিচার, লুণ্ঠনে মগ্ন ছিলো, ঠিক সেই দুর্দিনে আল্লাহ পাক দয়া করে শ্রেষ্ঠ মহামানবের আগমন ঘটিয়েছিলেন।
যিনি মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসে একটি সভ্য সমাজ গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন। আমরা সেই মহামানব নবীয়ে আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে কেন্দ্র করে জীবনের শেষ দিন পর্যন্ত প্রত্যেক বছর শুকরিয়া আদায় করে যাবো।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ।
 প্রধান বক্তার বক্তব্য রাখেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. জাহেদুর রহমান।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আল ইসলাহ’র সভাপতি অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম আলফাজ, তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ছাত্রনেতা আব্দুল গণি সোহাগ, ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ড এর সভাপতি হাফিজ মোঃ নূরুল হক। বাস্তবায়ন পরিষদের সদস্য জামান আহমদের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন আল জান্নাত ইসলামিক এডুকেশন ইনস্টিটিউট কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শহিদুল ইসলাম নিজামী, হবিগঞ্জ জেলা আল ইসলাহ’র সহ সভাপতি মাওলনা আব্দুল হান্নান সিদ্দিকী, সুনামগঞ্জ জেলা আল ইসলাহ’র সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আজমল হোসাইন জামী, লতিফিয়া ক্বারী সোসাইটি জগন্নাথপুর উপজেলা সাবেক সভাপতি মাওলানা মুফতি গিয়াস উদ্দিন, জগন্নাথপুর পৌর আল ইসলাহ’র সভাপতি মাওলানা আবু আইয়ুব আনসারী, সাবেক সভাপতি মাওলানা নুরুল হক, জগন্নাথপুর উপজেলা আল ইসলাহ’র সাধারণ সম্পাদক মাওলানা নুর আহমদ, পৌর আল ইসলাহ র সাধারণ সম্পাদক হাফিজ মাওঃ আনোয়ার হোসেন সাংগঠনিক সম্পাদক হাফিজ সমছু মিয়া সুজল সহসাংগঠনিক সম্পাদক মাওঃ নরুন ইসলাম খান শিহাব প্রচার সম্পাদক মাওঃ হোসাইন আহমদ সুনামগঞ্জ জেলা আল ইসলাহ’র সাবেক সদস্য মাওলানা ফয়েজ উদ্দিন।
পাঠকুরা এইচ এস দাখিল মাদরাসার সুপার মাওঃ বদরুজ্জামান ছাদিক মাওলানা এনাম উদ্দিন, সাবেক কেন্দ্রীয় সদস্য মাওলানা মাহমুদুল হাসান, সুনামগঞ্জ জেলার প্রচার সম্পাদক মুহাম্মদ শাহ আলম, সহ প্রচার সম্পাদক সালেহ আহমদ ছালিক, সহ অফিস সম্পাদক মো.তারিছ আলী , জগন্নাথপুর পূর্ব উপজেলা সভাপতি জাকির আহমদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর পৌর আল ইসলাহ’র সহ সভাপতি নিজাম উদ্দিন জালালী, ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ড জগন্নাথপুর’র সাধারণ সম্পাদক হাফিজ ইয়াহইয়াা, জগন্নাথপুর পৌর আল ইসলাহ’র সাংগঠনিক সম্পাদক মাওলানা বদর উদ্দিন আলামীন, হলিয়ারপাড়া ফাযিল মাদরাসার প্রভাষক মাওলানা সাইফুল ইসলাম, কলকলিয় ইউনিয়ন আল ইসলাহ র সভাপতি মাওঃ জালাল উদ্দীন সৈয়দ পুর শাহারপাড়া ইউনিয়ন আল ইসলাহ র সভাপতি মাওঃ আজিজুর রহমান মীরপুর ইউনিয়ন আল ইসলাহ র সভাপতি মাওঃ ফয়জুল ইসলাম পাইলগাও ইউনিয়ন আল ইসলাহ র সাধারণ সম্পাদক মাওঃ মহিউদ্দিন মিছবাহ, পাটলী ইউনিয়ন আল ইসলাহ র সভাপতি হাফিজ সেবুল আহমদ কলকলিয় ইউনিয়ন আল ইসলাহ র সাধারণ সম্পাদক মাওঃ সাজ্জাদুর রহমান মীরপুর ইউনিয়ন আল ইসলাহ র সাধারণ সম্পাদক হাফিজ শওকত আলী সহসাধারণ সম্পাদক হাফিজ নুরুজ্জামান হোসাইন নজিপুর হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিয আব্দুল কাইয়ুম, কুবাজপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর রব, মাওঃ রাশেদ খান হাফিজ আজিরুল ইসলাম রিয়াছত উল্লা হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফিয হাবিবুর রহমান, হবিবপুর দক্ষিনপাড়া হাফিজিয়া মাদরাসার শিক্ষক হাফিয ফজলুর রহমান, চিলাউড়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফিয ছমির হোসেন, সাঙ্গীরগাও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক আজিজুল রহমান,
জগন্নাথপুর পৌর তালামীযের সভাপতি এমরান আহমদ, পৌর সাবেক সভাপতি আখতার হোসেন, জগন্নাথপুর পূর্ব উপজেলা তালামীযের সহ সভাপতি আব্দুল ওয়াহিদ, পশ্চিম উপজেলা তালামীযের সহ সভাপতি আব্দুল কুদ্দুস মুন্না, নাজমুল ইসলাম আবদাল পৌর তালামীযের সহ সভাপতি আইন উদ্দিন,সহসাধারণ সম্পাদক মোঃ জমির উদ্দিন সহ সাধারণ সম্পাদক এম আর শাহিন পশ্চিম উপজেলা তালামীযের সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী সহ সাংগঠনিক সম্পাদক জিকরুল আলম প্রচার সম্পাদক মিফতাহ উদ্দিন পৌর সাংগঠনিক সম্পাদক আফাজ্জুল হোসেন।
আলোচনা সভা শেষে পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে এক বিশাল মুবারক র‍্যালী বের হয়।
র‍্যালিটি জগন্নাথপুর পৌর শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে জগন্নাথপুর আব্দুস সামাদ অডিটোরিয়ামে এসে মিলাদ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।