চিলাহাটি রেল স্টেশনের দীর্ঘদিন ধরে থেমে থাকা অসমাপ্ত কাজ আজ নতুন করে শুরু হলো।


প্রকাশের সময় : অক্টোবর ২৪, ২০২২, ৫:২১ অপরাহ্ন / ৪৯২
চিলাহাটি রেল স্টেশনের দীর্ঘদিন ধরে থেমে থাকা অসমাপ্ত কাজ আজ নতুন করে শুরু হলো।

চিলাহাটি রেল স্টেশনের দীর্ঘদিন ধরে থেমে থাকা অসমাপ্ত কাজ আজ নতুন করে শুরু হলো।

রবিউল ইসলাম,চিলাহাটি ( নীলফামারী ) প্রতিনিধিঃ

ভারতের হলদীবাড়ির সঙ্গে বাংলাদেশের নীলফামারীর ডোমার উপজেলা চিলাহাটি সীমান্ত দিয়ে সরাসরি ব্রডগেজ রেল যোগাযোগ স্থাপনে বাংলাদেশে অংশের নির্মাণ কাজ সম্পন্ন না হওয়ার পূর্বে যদিও ভারত বাংলাদেশের মধ্যকার মালবাহী ও যাত্রীবাহী ট্রেন চলাচল করছে। অপরদিকে চিলাহাটি রেলস্টেশনের আইকনিক ভবন,নিরাপত্তা বেষ্টনীর জিআরপি চেক পোস্ট নিজস্ব ভবন, আরো অন্যান্য ভবন এর কাজ এখন পর্যন্ত সম্পন্ন হয়নি , হয়নি রেলের চারটি লুপ লাইন সহ অন্যান্য কাজ, দীর্ঘদিন ধরে এই প্রকল্পের আওতায় অসমাপ্ত কাজ গুলোর থেমে থাকার অবসান ঘটিয়ে নতুন করে নতুন উদ্যমে আজ ২৩শে অক্টোবর ম্যাক্স ইন্টারন্যাশনাল কোম্পানির দায়িত্বরত পিডি মহোদয় রোকনুজ্জামান শিহাব এর তত্ত্বাবধানে শুরু হয়েছে চিলাহাটি রেলগেট সংলগ্ন রূপ লাইন সহ অন্যান্য কাজের অগ্রযাত্রা। গতকাল বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রণালয় সচিব মোঃ মামুন আল রশিদ চিলাহাটিতে এসে রেলপথের নির্মাণাধীন কাজ পরিদর্শন শেষে
সাংবাদিকদের জানান এই প্রকল্পের প্রথম মিটিংটিতে আমি উপস্থিত ছিলাম। আজকে পরিদর্শনে এসে যে প্রকল্পের মাধ্যমে কাজ হচ্ছে এ বিষয়গুলো আমি বর্ণনায় শুনেছি বাস্তবে এসে যেটুকু দেখলাম, তা আমার দেখার দরকার ছিল, প্রকল্প এর সরজমিনে দেখে গেলাম, আর এই প্রকল্পের যে ঠিকাদার প্রতিষ্ঠান কাজ করেছেন ওনাদের যদি কোনরুপ রিকুজেশন বা রিকোয়ারমেন্ট থাকে সেগুলো বিষয়ে আমি পরবর্তী মিটিংয়ে আলোচনা করব। সাংবাদিকদের প্রশ্নোত্তরে বলেন অনতিবিলম্বে এ প্রকল্পের কাজ সম্পন্ন করার চেষ্টা চলছে। প্রকল্প পরিদর্শনকালে উক্ত প্রকল্পের দায়িত্ব-রত পিডি মহোদয় আব্দুর রহিম ও ম্যাক্স ইন্টারন্যাশনাল কোম্পানির দায়িত্ব পিডি রোকনুজ্জামান শিহাব উপস্থিত ছিলেন। অপরদিকে চিলাহাটি রেলস্টেশনের আধুনিকানায়ন প্রকল্পের কাজ থেমে থাকাতে স্থানীয় সুধী এবং সাধারণের মধ্যে হতাশা কাজ করতে ছিল, আজ বাস্তবে কাজের উদ্যম দেখে অনেকের মুখে হাসি ফুটেছে এখন দেখা যাক সামনে কতদিন কাজ চলে বলে স্থানীয়় সর্বস্তরের জনসাধারণ ধারণা করছে।