“চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে আহত ফাহমিদা বেগম মারা গেছেন”


প্রকাশের সময় : অক্টোবর ২৬, ২০২২, ৫:০৩ অপরাহ্ন / ৩১৮
“চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে আহত ফাহমিদা বেগম মারা গেছেন”
“চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে আহত ফাহমিদা বেগম মারা গেছেন”
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার জিয়া নগর এলাকায় ককটেল বিস্ফোরণে আহত শহিদুল ইসলাম শহিদের সৎমা ফাহমিদা বেগম মারা গেছেন। সোমবার (২৪ অক্টোবর) বিকেলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফাহমিদা। বিষয়টি নিশ্চিত করেছেন এ ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত কর্মকর্তা এসআই জালাল উদ্দিন।
এর আগে শনিবার রাত পৌনে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার জিয়ানগর এলাকায় পৌর যুবলীগের সহসভাপতি শহিদুল ইসলাম শহিদের বাড়ির একটি পরিত্যাক্ত ঘরে ককটেলের বিস্ফোরণ ঘটে। অভিযোগ ওঠে, ককটেল বানাতে গিয়েই ওই বিস্ফোরণ ঘটে। এতে শহিদ ও তার মা গুরুতর আহত হন। পরে তাদের ২৫০ সয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। এ অবস্থায় শহিদের মা রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হলেও গ্রেপ্তার এড়াতে গোপনে অন্যত্র চিকিৎসা নিচ্ছেন শহিদ।
এদিকে বিস্ফোরণে আহত দুজনসহ তিনজনকে আসামি করে রোববার মামলা করেন সদর থানার এসআই অমিত পান্ডে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান মামলার বিষয়ে জানান, আহত দুজনকে আসামি করা হয়েছিল। তাদের মধ্যে শহিদের সৎমা সোমবার বিকেল সোয়া ৫টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শহিদ গোপনে চিকিৎসা নিচ্ছেন। তার অবস্থান শনাক্তে কাজ করছে পুলিশ।
ফয়সাল আজম অপু,
চাঁপাইনবাবগঞ্জ
০১৭১২৩৬৩৯৪৬
২৫.১০.২০২২