চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জমি সুষ্ঠু বন্টনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধি –
: “কাগজ যার জমি তার” এই শ্লোগানে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জমি সুষ্ঠু বন্টনের দাবীতে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে ভোলাহাট উপজেলা চত্বরে এক মানববন্ধনের আয়োজন করে ভোলাহাট উপজেলার মহানন্দা নদী গর্ভে বিলিন হওয়া জনসাধারণ।
ঘন্টাব্যাপি মানববন্ধনে ভোলাহাট মুক্তিযোদ্ধা সংসদের সদ্য সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নূরুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মেসের আলী, বীর মুক্তিযোদ্ধা মো. আফসার হোসেন, বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, বিআরডিবির সাবেক পরিদর্শক মো. গোলাম মোস্তফা, ভোলাহাট জামবাড়িয়া মহাবিদ্যালয়ের প্রভাষক মো. তরিকুল ইসলাম, দলদলি ইউনিয়নের সাবেক মেম্বার আব্দুর রাজ্জাক, এলাকাবাসী সোহেল রানা প্রমুখ।
বক্তারা মহানন্দা নদী গর্ভে বিলিন হওয়া ও জেগে ওঠা চরাভূমি মানুষের কাগজ মূলে জমি সুষম বন্টনের দাবী জানান।
এসময় মানববন্ধনে এলাকার প্রায় ২ শতাধিক জনগন উপস্থিত ছিলেন।