চবিতে বোটানি -৪৬ তম ব্যাচের ক্লাস পার্টির মাধ্যমে ক্লাসের সমাপ্তি।
প্রকাশের সময় : অক্টোবর ২৭, ২০২২, ৪:৫৬ অপরাহ্ন /
৩৩৮
চবিতে বোটানি -৪৬ তম ব্যাচের ক্লাস পার্টির মাধ্যমে ক্লাসের সমাপ্তি।
চবিতে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ৪৬ তম ব্যাচের অনার্স শিক্ষা জীবনের শেষ ক্লাসটি সম্পন্ন হয় কেক কাঁটার মাধ্যমে। ক্লাস পার্টিতে উপস্থিত ছিলেন ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রফেসর ড.হারুন – আর – রশিদ, প্রসেসর ড.শেখ বখতিয়ার উদ্দীন, প্রফেসর ড.কাজী মেজবাউল আলম,প্রফেসর ড.মোশাররফ হোসেন,সহযোগী অধ্যাপক মি.মোজাম্মেল হক,সহকারী অধ্যাপক তাপস কুমার, সহকারী অধ্যাপক আব্দুল কাশেম ও সহকারী অধ্যাপক ফারহানা রুমঝুম ভূঁইয়া।কেক কাঁটার পর সবাই মিষ্টি মুখ করে অনুষ্ঠান শেষ করে।
শিক্ষার্থীদের মধ্যে ৪৬ তম ব্যাচের প্রায় সবাই উপস্থিত ছিল। শেষ ক্লাসে অনেকেই নিজের মতো অনুভুতি শেয়ার করেন। দীর্ঘ চার বছরের অনার্স শিক্ষা জীবনে হয়ে গেল অনেক স্মৃতি,আর প্রতিটি স্মৃতির অনুভুতিতে থাকবে বোটানি-৪৬। প্রতিটি উদ্ভিদের পাতায় পাতায় থাকবে বোটানি -৪৬ এর স্মৃতি চিহ্ন। শুধু শেষ হবে আমাদের একাডেমীক পড়াশোনা,রয়ে যাবে হাজারো আবেগ,অনুভুতি আর অঙ্কুরিতর ভালোবাসা। শেষ মুহুর্তে এসে অনেকে অনেক স্মৃতিচারণ করেন।
গাছকে ভালোবাসুন,বেশি বেশি গাছ লাগান,আর যত্ন নিন।জয় হোক বোটানি -৪৫ তম ব্যাচের।
আপনার মতামত লিখুন :