চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবিতে ভর্তি পরীক্ষার ২য় বার সুযোগ থাকছে।


প্রকাশের সময় : মার্চ ৯, ২০২৩, ৯:০৯ অপরাহ্ন / ৪৯৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবিতে ভর্তি পরীক্ষার ২য় বার সুযোগ থাকছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় ২য় বার  অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছে।

গতবারের চেয়ে ১০০ টাকা আবেদন ফি বর্ধিত করা হয়েছে।আবেদনের যোগ্যতা হিসেবে  বিজ্ঞান, জীববিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে আবেদনের জন্য  ০.২৫ যোগ করা হয়েছে।

আগামী ২০ মার্চ দুপুর ১২ টা থেকে অনলাইনের মাধ্যমে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হবে। যা ৫ এপ্রিল অবধি চলমান থাকবে।
মঙ্গলবার (৭ মার্চ) সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয় উপাচার্যের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ডিন’স কমিটির এক সভায় সিদ্ধান্তটি নেওয়া হয়। সভাটিতে আট অনুষদের ডিন,চবি উপাচার্য প্রফেসর ড. শিরিণ আখতার ও উপ-উপাচার্য বেনু কুমার দে উপস্থিত ছিলেন।

গত বারের ন্যায় এবারও ৪টি ইউনিট ও ২টি উপ–ইউনিটের মাধ্যমে ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে। ৪৮টি বিভাগ ও ৬ টি ইনস্টিটিউটে ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

ইউনিট প্রতি আবেদন ফি ৯৫০ টাকা।যেখানে গতবছর ছিল ৮৫০ টাকা।ভর্তি পরীক্ষা শুরু হবে ১৬-২৫ মে পর্যন্ত।