শিক্ষার মান উন্নয়নে সীযুপ্রফার শিক্ষা বৃত্তি অনুষ্ঠিত।
মোহরম আলী বাপ্পী, (চট্টগ্রাম)সীতাকুুন্ড প্রতিনিধি –
সীতাকুণ্ড যুব প্রগতিশীল ফাউন্ডেশন (সীযুপ্রফা) এর প্রতি বছরের মত এবারও প্রগতিশীল শিক্ষা বৃত্তি অনুষ্ঠিত হয়েছে।
১৫ডিসেম্বর বৃহস্পতিবার সীতাকুণ্ড উপজেলার কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেনীর শিক্ষার্থীদের নিয়ে এ প্রগতিশীল শিক্ষা বৃত্তি অনুষ্ঠিত হয়। ৭টি উচ্চ বিদ্যালয় ও ৩টি মাদ্রাসার মোট ১৫০ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহন করে। চলতি মাসেই পরীক্ষার ফলাফল ঘোষিত হবে বলে জানায় পরীক্ষা বিষয়ক উপ-কমিটি।
পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শনে আসেন চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাচিত সদস্য, আ ম ম দিলশাদ ও ভোরের কাগজের সীতাকুণ্ড প্রতিনিধি, সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের সভাপতি মুহাম্মদ ইউসুফ খাঁন। এসময় উপস্হিত ছিলেন সীযুপ্রফার সভাপতি মো. জাকির হোসেন, শেখ মো. আলফাজ, আকবর শাহ, রিয়াজ, সাংবাদিক মহিউদ্দিন,সাংবাদিক মোহরম আলী বাপ্পী, সাংবাদিক শেখ নাদিম,আরিফ হাসানসহ প্রমুখ। উল্লেক্ষ্য যে, সীতাকুণ্ডে শিক্ষার উন্নয়নে শিক্ষার্থীদের শিক্ষায় উৎসাহ উদ্দীপনা ও মেধা বিকাশের ক্ষেত্রে হাতে গোনা যে ক’টি সামাজিক সংগঠন শিক্ষার জীবনমাণ উন্নয়নে ভূমিকা রাখছেন তাদের মধে অন্যতম সীতাকুণ্ড যুব প্রগতিশীল ফাউন্ডেশন (সীযুপ্রফা)।
আপনার মতামত লিখুন :