গৌড় শিবগঞ্জ(ম্যাংগো সিটির)পক্ষ থেকে এসএসসি ও দাখিল পরীক্ষায় উপজেলা পর্যায়ে ১ম স্থান অধিকারীকে সম্মাননা স্মারক প্রদান করেছেন ।


প্রকাশের সময় : ডিসেম্বর ৮, ২০২২, ৬:৫৮ অপরাহ্ন / ২৫১
গৌড় শিবগঞ্জ(ম্যাংগো সিটির)পক্ষ থেকে এসএসসি ও দাখিল পরীক্ষায় উপজেলা পর্যায়ে ১ম স্থান অধিকারীকে সম্মাননা স্মারক প্রদান করেছেন ।
গৌড় শিবগঞ্জ(ম্যাংগো সিটির)পক্ষ থেকে এসএসসি ও দাখিল পরীক্ষায় উপজেলা পর্যায়ে ১ম স্থান অধিকারীকে সম্মাননা স্মারক প্রদান করেছেন ।
মোঃ নাহিদ উজ্জামান শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি –
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার এস.এস.সি পরীক্ষায় ফলাফলের দিক থেকে উপজেলা  পর্যায়ে ১ম স্থান অধিকারী শাহাবাজপুর ইউ সি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্রী উম্মে সামসিয়া খাতুন । উম্মে সামসিয়া খাতুন এর ইচ্ছা আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, দেশের বাইরে পিএইচডি ডিগ্রি অর্জন করে ভবিষ্যতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে  শিক্ষক হতে চাই। । উম্মে সামসিয়া খাতুন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, আমি প্রতিদিন ৬ঘন্টা থেকে ৭ঘন্টা এমন কি কোন দিন ১০ঘন্টাও পড়াশোনা করেছি। অর্থাৎ ক্লাসের পড়া শেষ না হওয়া পর্যন্ত  পড়া শোনা করেই গেছি। উম্মে সামসিয়া  গোল্ডেন জিপিএ-৫, তার প্রাপ্ত নম্বর ১২৬৩। তিনি উপজেলায় ১ম স্থান আর জেলায় ৩য় স্থান অধিকার করেছেন । উম্মে সামসিয়া খাতুন  উপজেলার শাহাবাজপুর ইউনিয়ানের উত্তর চাঁদপুর গ্রামের কৃষক শহিদুল ইসলাম মেয়ে । এদিকে দাখিল পরীক্ষায়  উপজেলা পর্যায়ে ১২৬২ নম্বর পেয়ে ১ম স্থান অধিকার করেছে ‘ভবানীপুর দারুল হাদীস ফাজিল মাদ্রাসার ছাত্র আনম ফেরদৌস আহম্মেদ। তাদের দুই জনের  সাফল্যের জন্য  সম্মাননা স্মারক প্রদান করেন গৌড় শিবগঞ্জ (ম্যাংগো সিটি)। গৌড় শিবগঞ্জ(ম্যাংগো সিটি) পরিবারের পক্ষ থেকে উম্মে সামসিয়া খাতুন এবং  আনম ফেরদৌস আহম্মেদকে ফুল দিয়ে বরণ ও হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন অত্র সংগঠনে প্রতিষ্ঠাতাপরিচালক মোঃ আলমগীর জয়সহ সে সময়  উপস্থিত ছিলেন, এডমিন মোস্তফা, সাকিম, শুভ, আরিফ। গৌড় শিবগঞ্জ (ম্যাংগো সিটি মডারেটরঃ সৈয়দ,নাহিদ উজ্জামান(সাংবাদি) খাদিমুল, মোহাম্মদ আলী, নাভিদ ও আলমাস এবং “লোক কল্যাণ সংস্থা”(একটি স্বেচ্ছাসেবী সংগঠন) এর প্রতিষ্ঠাতা
 সাধারণ সম্পাদক রহিম আলী (শুভাকাঙ্ক্ষী) এছাড়াও উপস্থিত ছিলেন কয়েকটি সংগঠনের প্রতিনিধিগণ।  আলমগীর জয় বলেন,গৌড় শিবগঞ্জ (ম্যাংগো সিটি) উদ্যোগে উপজেলা পর্যায়ে  এস এস সি ও দাখিল ২০২২ সালের পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া দুই জনকে  সম্মাননা স্মারক ক্রেস্ট দেওয়া হয় এবং তাদের  ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করা হয়। উম্মে সামসিয়া বলেন আমি  প্রচন্ড খুশি  আমাকে সম্মাননা স্মারক ক্রেস্ট দেওয়ার জন্য গৌড় শিবগঞ্জ ম্যাংগো সিটিকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং  আনম ফেরদৌস আহম্মেদ অত্র সংগঠনে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।