গাইবান্ধার পলাশবাড়ীতে অগ্নিকাণ্ডে ৭ টি প্রতিষ্ঠান পুড়ে ছাই। প্রায় ২ কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে।


প্রকাশের সময় : ডিসেম্বর ২৪, ২০২২, ৬:৩৬ অপরাহ্ন / ৫১৪
গাইবান্ধার পলাশবাড়ীতে অগ্নিকাণ্ডে ৭ টি প্রতিষ্ঠান পুড়ে ছাই। প্রায় ২ কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে।
পলাশবাড়ীতে অগ্নিকাণ্ডে ৭ টি প্রতিষ্ঠান পুড়ে ছাই। প্রায় ২ কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে।
পলাশবাড়ী, (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে অগ্নিকাণ্ডে ৭ টি ব‍্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এসময় নগদ টাকাসহ প্রায় ২ কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে। জানা যায়,পলাশবাড়ী পৌরসভার কালীবাড়ী হাটে ২৩ ডিসেম্বর শুক্রবার ভোরে আগুনের সূত্রপাত ঘটে। আগুন একেরপর এক দোকানে ছড়িয়ে পড়ে।এমন খবরে পলাশবাড়ী ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে আসলেও পানির সঠিক কোন উৎস না পাওয়ায় পানির অভাবে আগুন নিভাতে তারা ব‍্যর্থ হয়। এরপর গাইবান্ধার ফায়ার সার্ভিসের আরেকটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুটি টিম বাজারের পার্শ্বে টুনু মিয়ার পুকুরে মেশিন দিয়ে পানি টেনে আগুন নিয়ন্ত্রণে আনে।ততক্ষণে  আগুনে একে একে ঔষধের দোকান,চালের আড়দ,কাঁচামালের দোকান,কাপড়ের দোকানসহ ৭ টি প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায় । এতে করে নগদ টাকাসহ সব মিলিয়ে প্রায় ২ কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে।
ক্ষতিগ্রস্ত ব‍্যবসায়ীরা জানান,রাত্রে যথানিয়মে দোকান বন্ধ করে যাই। ভোর বেলায় শুনি দোকানে আগুন লেগেছে। কোথায় থেকে লেগেছে,কার থেকে লেগেছে; কিছুই বুঝতে পারছি না। দৌড়ে এসে দেখি আমাদের দোকানে আগুন জ্বলছে। ততক্ষণে সব পুড়ে শেষ হয়ে গেছে। আমাদের এখন পথে বসা ছাড়া কিছুই রইল না।