খুলনা হতে চাঞ্চল্যকর মানব পাচার চক্রের মূলহোতা ও মানব পাচারসহ একাধিক মামলার আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৬।
র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংগঠিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন যাবত চাকরি প্রদানের নাম করে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে অল্প বয়সী মেয়েদের ভারত সহ বিভিন্ন দেশে পাচার করে আসছে। এই সংঘবদ্ধ চক্রটি গত ২৬ ডিসেম্বর ২০১৩ তারিখে একজন নাবালিকা ভুক্তভোগীকে ঢাকায় চাকরি দেওয়ার নাম করে ভারতের যৌনপল্লীতে পাচার করে। পরবর্তীতে ভুক্তভোগীর অভিভাবকগণ নাবালিকার কোন খোজ খবর না পেয়ে গত ১০ এপ্রিল ২০১৪ তারিখে যশোর জেলার ঝিকরগাছা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। আরো জানা যায় যে এই মানব পাচার চক্রের মূলহোতা দীর্ঘদিন যাবত ভারতে আত্মগোপনে থেকে পুনরায় অল্প বয়সী যুবতীদের পাচারের উদ্দেশ্যে ভারতে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশে এসেছে। এই সংবাদ প্রাপ্ত হয়ে র্যাব-৬ (সদর কোম্পানি) এর একটি আভিযানিক দল আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় অদ্য ১৬ অক্টোবর ২০২২ তারিখ আনুমানিক ১৯.৩০ ঘটিকার সময় র্যাব-৬ (সদর কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার ফুলতলা থানাধীন পথের বাজার এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত মামলার আসামী ১। ওহিদ মোল্লা(৪৭), থানা-ফুলতলা, জেলা-খুলনাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে খুলনা জেলার ফুলতলা থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :