খুলনা বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে সম্মাননা পদক পেলেন মোঃ ওবায়দুল্লাহ শেখ ওবায়দুল।
প্রকাশের সময় : ডিসেম্বর ১৩, ২০২২, ৮:১৭ অপরাহ্ন /
৫৯৯
খুলনা বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে সম্মাননা পদক পেলেন মোঃ ওবায়দুল্লাহ শেখ ওবায়দুল।
মোঃ মামুন গোলদার, প্রতিনিধি, খুলনা –
খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার ০৫ নং ভান্ডারকোট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সফল চেয়ারম্যান মোঃ ওবায়দুল্লাহ শেখ ওবায়দুলকে তার ভালো কর্মের গুণাবলীর কারণে খুলনা বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে স্বীকৃতি
স্বরূপ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। জানা গেছে। আইন সহায়তা কেন্দ্র (আসক) খুলনা বিভাগীয় ও জেলা
কমিটি থেকে তিনি এই সম্মাননা পেয়েছেন। তিনি চলতি বছরের গত ২৫ শে অক্টোবর ২০২২ ইং চলতি তারিখে ঘটে যাওয়া দেশের ভয়ংকর প্রাকৃতিক দুর্যোগ সিত্ৰাং এ জীবন বাজি রেখে নিজে পোশাক ও হেলমেট পরে জনগণের পাশে থেকে জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা তৎপর ছিলেন । ভয়ংকর দূর্যোগে তিনি নিজে আঘাত প্রাপ্ত হয়েও তা
হাসিমুখে বরণ করে জনগণের পাশে থাকার জন্য সফল সমাজ সেবক হিসেবে স্বীকৃতি পেয়েছেন । সে সময় তিনি একবিন্দুও নিজের পরিবারের কথা চিন্তা না করে জনগণের সচেতনতা বৃদ্ধিতে অসাধারণ ভূমিকা পালন করেন ।
যতক্ষণ দূর্যোগ ছিল ততক্ষণ তিনি মাথায় হেলমেট, শরীরে রেইনকোট ও হাতে হ্যান্ড মাইক নিয়ে নিরলসভাবে জনগণের সাথে সম্পৃক্ততায় থাকার কারণে যোগ্য সমাজ সেবক হিসেবে খুলনা জেলা থেকে বিভাগীয় শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছে। আইন সহায়তা কেন্দ্র (আসক) কর্তৃক আয়োজিত আজ ১০ই ডিসেম্বর রোজ শনিবার খুলনার জেলা পরিষদ
মিলনায়তনে মানবাধিকার করনীয় শীর্ষক আলোচনা সভা ও গুনী জনদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানের মাধ্যমে তাকে এ পুরস্কারে ভূষিত করা হয় ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড.সুজিত অধিকারী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম উদ্ধোধক অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাদিকুর রহমান খান ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তানভীর আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক, মানবাধিকার ও সামাজিক উন্নয়নমূলক
কর্মকাণ্ডে জড়িত অতিথিবৃন্দ । এছাড়াও আইন সহায়তা কেন্দ্র আসক এর বিভাগীয় ও জেলা কমিটির নেতৃবৃন্দ ছাড়াও খুলনা বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।
প্রগতিশীল প্রযুক্তি অন্তর্ভুক্তিমূলক উন্নতি’ এই প্রতিপাদ্য নিয়ে খুলনায় ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে।
মোঃ মিজানুর রহমান সটাফ রিপোর্টার খুলনা –
সোমবার (১২ ডিসেম্বর) সকালে দিবস উপলক্ষে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে ডিজিটাল বাংলাদেশের সূচনা করেন। এর সুফল আজ দেশের ১৭ কোটি মানুষ ভোগ করছে। ইন্টারনেট ও মোবাইল ফোনের সহজলভ্যতায় মানুষের জীবনে তথ্যপ্রযুক্তির ব্যবহারের সক্ষমতা যেমন বেড়েছে তেমনই মানুষের দৈনন্দিন জীবনে এটি অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণ প্রজন্মকে প্রযুক্তিজ্ঞানে দক্ষ করে গড়ে তুলতে হবে।তিনি আরও বলেন, এ প্রযুক্তির মাধ্যমে সারা পৃথিবীর সাথে আমরা সংযোগ স্থাপন করতে পেরেছি। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের মানুষ সহজে ডিজিটালসেবা গ্রহণের সুযোগ পাচ্ছে। প্রধানমন্ত্রীর একক প্রচেষ্টায় ১৯৯৬ সালে শুল্ক ছাড়াই কম্পিউটার আমদানির সিদ্ধান্তের সুফল আজ দৃশ্যমান। এই ধারা অব্যাহত থাকলে ২০৪১ সালের মধ্যে আমরা উন্নত ও স্মার্ট বাংলাদেশে পরিণত হবো।
অনুষ্ঠানে জানানো হয়, ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার জন্য ৪১৭৬টি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। ৯৯৯ এবং ৩৩৩ হেল্পলাইনে ফোন কলের মাধ্যমে মানুষ জরুরি ও সাধারণ সেবাসমূহ সহজে পাচ্ছে। সরকারি ই-সার্ভিস এর মাধ্যমে সেবাগ্রহীতারা ঘরে বসেই সরকারি সেবা গ্রহণের সুযোগ নিচ্ছেন। দেশে সরকারি-বেসরকারি আইটি পার্ক, সফটওয়্যার টেকনোলজি পার্ক ও আইটি ট্রেনিং ইনস্টিটিউট স্থাপন করা হয়েছে। দেশে ৬৭৯০টি ডিজিটাল সেন্টার রয়েছে, ৫২.৫৮ মিলিয়ন মানুষ ইন্টারনেট ব্যবহার করছে, সোস্যালমিডিয়া ব্যবহারকারী সংখ্যা ৪৯.৫৫ মিলিয়ন এবং মোবাইল ব্যবহারকারীর সংখ্যা ১৭৮.৫ মিলিয়নে উন্নীত হয়েছে। খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ শহিদুল ইসলাম ও পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান। প্রধান আলোচক ছিলেন খুলনা বিশ^বিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের অধ্যাপক ড. অনুপম কুমার বৈরাগী। অনুষ্ঠানে আলোচনা করেন খুলনা বিশ^বিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের অধ্যাপক ড. মোঃ আনিসুর রহমান। স্বাগত বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুকুল কুমার মৈত্র। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির বক্তৃতা করেন। এর আগে মেয়রের নেতৃত্বে নগরীর শহিদ হাদিস পার্ক থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
আপনার মতামত লিখুন :