খুলনায় বাড়ছে গরু আর খাসির মাংসের দাম।


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৩, ২০২৩, ৬:১১ অপরাহ্ন / ৪৬৩
খুলনায় বাড়ছে গরু আর খাসির মাংসের দাম।
খুলনায় বাড়ছে গরু আর খাসির মাংসের দাম।
মোঃ শামীম হোসেন – খুলনা :
খুলনায় বাড়ছে গরু আর খাসির মাংসের দাম। শুধু তাইনা তেল ও চিনির দাম বেড়েছে আরও কয়েকদিন আগে। যা এখনও সামলে উঠতে পারেনি খুলনার মানুষ। নিত্যপণ্যের দাম বৃদ্ধির কারণে বাজারে গিয়ে হাঁপিয়ে উঠতে হচ্ছে তাদের। এখনও বাড়ছে গ্যাস ও জ্বালানি কাঠের দাম। সেই সঙ্গে বাড়ছে গরু আর খাসির মাংসের দামও। সবকিছু দাম যখন বাড়তি, তখন শীতকালীন সবজি আর আলুতে এখনও স্বস্তি পাচ্ছেন সাধারণ ক্রেতারা। রবিবার (১২ ফেব্রুয়ারি) টুটপাড়া জোড়াকল বাজার, রূপসা সান্ধ্য বাজার, মিস্ত্রিপাড়া বাজার ও ময়লাপোতা সান্ধ্য বাজার, দাকোপের চালনা ও বাজুয়া বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে পাওয়া গেছে এমন চিত্র। এদিকে নগরীর একাধিক গ্যাস ব্যবসায়ীর সঙ্গে আলাপ করে জানা যায়, ১২ কেজি ওজনের গ্যাসের সিলিন্ডার বিক্রি হচ্ছে ১৭৫০ টাকা থেকে ১৮০০শ’ টাকায়। আর জ্বালানিকাঠ বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকায়। খুলনা মহানগরীর সবচেয়ে বড় মাংসের বাজার ময়লাপোতায় খোঁজ নিয়ে দেখা যায়, বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে ৬৭০ টাকা থেকে ৭০০ টাকায়। গরুর কলিজাও বিক্রি হচ্ছে একই দামে। খাসির মাংস বিক্রি হচ্ছে ৮৫০ থেকে ৯০০ টাকা কেজি দরে, কলিজাও বিক্রি হচ্ছে একই দামে। মাংস বিক্রেতা মো. রাজু মিয়া বলেন, মানুষের হাতে এখন টাকা পয়সা কম, যে কারণে আমাদের বেচাকেনাও কম। দাম প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, গরুর মাংসের দাম আমরা সবসময় যে দামে বিক্রি করি আজও সেই দামে বিক্রি করছি। তবে অনেকেই আছে শুক্রবারের সমান ৭০০ টাকা বিক্রি করে। খাসির মাংসের দাম গত এক মাসে কমেওনি, বাড়েওনি। এদিকে গতকাল শনিবার ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে কেজিপ্রতি ১৮০-১৮৫ টাকা। তবে রবিবার ১৬০ থেকে ১৬৫ টাকা করে বিক্রি হচ্ছে। এছাড়াও লাল কক মুরগি বিক্রি হচ্ছে ২৬৫ টাকা কেজি দরে। আর পাকিস্তানি মুরগি বিক্রি হচ্ছে ২৭০-২৮০ টাকা কেজি, যা অন্যান্য দিনে বিক্রি হয় ২৬০ টাকা কেজি দরে। মুরগি ব্যবসায়ী রায়হান বলেন, সাধারণত শুক্রবার মুরগির দাম একটু বাড়তি থাকে। আমাদের কিনেই আনতে হয় বেশি দামে। দামটা বাড়ে ফার্মে, যে কারণে খুচরা বাজারে এর প্রভাব পড়ে। দাম বেশি থাকলে আমাদেরই বরং ক্ষতি, বিক্রিও কমে যায়। কম দাম থাকলে মানুষ কিনতে আসে বেশি। মাছের বাজার ঘুরে দেখা গেছে, মাছের সরবরাহ গত সপ্তাহের তুলনায় একটু কম। বিক্রেতারার বলছেন, আগে থেকে টাকা দিয়ে রাখতে হয় মাছের জন্য। কিন্তু এখন শুষ্ক মৌসুমের কারণে মাছের সরবরাহ একটু কম। কিন্তু চাহিদা কমেনি। ফলে অন্যান্য পণ্যের পাশাপাশি মাছের বাজারেও কিছুটা উত্তাপ ছড়িয়েছে। বড় চিংড়ি মাছ (বাগদা) বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৬০০ টাকা, বোয়াল ৭০০ টাকা, শিং মাছ ৬০০ টাকা, রুই মাছ ২৮০ টাকা, কাতল মাছ বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি। এছাড়া বাজারে সাড়ে ৩০০ গ্রাম ওজনের ইলিশের দাম ৫৬০ টাকা, ৬০০ গ্রামের ইলিশ ৭৫০ টাকা, ৭০০ গ্রামের ইলিশ ৮৫০ টাকা এবং ৯০০-৯৫০ গ্রাম ওজনের ইলিশ ১১০০ থেকে ১২০০ টাকা বিক্রি হচ্ছে। অপরদিকে শীতের মৌসুমে সবজির দাম কিছুটা কমলেও বেশ কিছু সবজি চড়াদামে বিক্রি হচ্ছে। তবে বাজারে মিলছে নানান ধরনের শীতের সবজি। আকারভেদে বাঁধাকপি ও ফুলকপি বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকায়। শসা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকায়। বেগুন ৪০-৫০ টাকা ও টমেটো ১০-২০ টাকা। কাঁচামরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে ১২০-১৪০ টাকায়। শিমের কেজি ৩০-৩৫ টাকা, করলা ৪০-৫০ টাকা, লাউ প্রতিটি আকারভেদে ৩০-৫০ টাকা, মিষ্টি কুমড়ার কেজি ৩০ টাকা, পটল ৪০, ঢেঁড়স ৪০, কচুর লতি ৪৫-৫০, পেঁপে ৩০, বরবটি ৪০ টাকা কেজি। বাজারে নতুন আলু বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়। সান্ধ্য বাজারে কাঁচাবাজারের ক্রেতা আল আমিন, গৃহবধূ রাহিলা সরোয়ার বলেন, সবজি ছাড়া বাজারে সব পণ্যের দাম এখনও চড়া। তবে সবজির দাম শুক্রবার ছাড়া অন্য কোনো দিন আরও কম থাকে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিন- এ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি। 
মোঃ শামীম হোসেন – খুলনা –
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিন এ কথা উল্লেখ করে জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের অন্যতম সদস্য এ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা সরকার বলছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশের অব্যহত উন্নয়নকে বাঁধাগ্রস্থ্য করতে বিএনপি-জামায়াত দেশের বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র শুরু লিপ্ত হয়েছে। এদেশের স্বাধীনতা বিরোধী অপশক্তি যারা এ দেশকে বাংলাদেশ হিসেবে দেখতে চায়নি,যারা দেশ ও জাতির উন্নয়ন চায়নি আজ তারাই আবারও একাত্তরের মত আরেকটি যুদ্ধ সংগঠিত চায়। তাই এদেরকে প্রতিহত করতে রাজপথেই মোকাবেলা করতে হবে করতে এবং উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে। নৌকা প্রতীকে ভোট বিপ্লব ঘটিয়ে আবার শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। আসন্ন ১৬ ফেব্রুয়ারী দাকোপ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষে ৩নং লাউডোব ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। গতকাল শুক্রবার সন্ধায় অত্র ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি আ’লীগের সভাপতি তপন কুমার রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিহার মন্ডল ও ধ্রুব শংকর রায়ের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সন্মানিত অতিথির বক্তৃতা করেন খুলনা-আসনের সাবেক সংসদ সদস্য ননী গোপাল মন্ডল। প্রধান বক্তা ছিলেন দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য সরোজিত কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ যুবরাজ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, ইউপি চেয়ারম্যান ও সাবেক ভিপি মানস মুকুল রায়, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মিহির কুমার মন্ডল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, কে এম কবীর হোসেন, সৌদি তায়েফ জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক ফরাজী, দেবেন্দ্র নাথ মিস্ত্রী, কিরণ চন্দ্র সরকার, ইউপি আ’লীগের সভাপতি অধ্যাপক সুপদ রায়, হিমাংশু সরকার, সরোজিত রায় কুঞ্জ, ইউপি আ’লীগের সাধারণ সম্পাদক মীর্জা সাইফুল ইসলাম টুটুল, ক্ষিতিষ চন্দ্র রায়, মৃনাল কান্তি মল্লিক, ইউপি আ’লীগের সহকারী অধ্যাপক সাগর চন্দ্র বাছাড়, রঞ্জন রায়, জয়ন্ত সরদার, দীনবন্দু রায়, ফনিভুষন সরদার, আলম শেখ, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেব্রত সরকার দেবু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জি এম রেজা, সদস্য সচিব উত্তম রায়, আব্দুর রশিদ গাজী, রবার্ট হালদার,আব্দল্লাহ আল মাসুম, রতন কুমার মন্ডল, আরাফাত আজাদ, মেহেদী হাসান বুলবুল, সবুজ সরকার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিটন সরদার প্রমুখ। উল্লেখ এর পূর্বে একই ভাবে ৪নং কৈলাশগঞ্জ ইউপি আওয়ামী লীগের উদ্যোগে সকাল ১০ টায় উক্ত ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি আ’লীগের সভাপতি সরোজিত রায় কুঞ্জর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মৃনাল কান্তি মল্লিকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সংসদ সদস্য ব্যথিত উল্লেখিত অন্যান্য সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সুন্দরবনের কয়রায় ১৫০ কেজি হরিণের মাংস সহ দুই নৌকা আটক করেছে।
মোঃ শামীম হোসেন – খুলনা :
সুন্দরবনের খুলনা রেঞ্জের অধিনস্থ খাশিটানা বন টহল ফাঁড়ির স্টাফরা বিশেষ অভিযান চালিয়ে ১৫০ কেজি হরিণের মাংস জব্দ করেছে। এ সময় হরিণ ধরার ফাঁদ সহ ২ টি নৌকা উদ্ধার করা হয়। তবে বন বিভাগের অভিযান জানতে পেরে হরিণ শিকারীরা গহীন বনে পালিয়ে যেতে সক্ষম হয়। জানা গেছে গত শুক্রবার সন্ধা ৭ টার দিকে খাশিটানা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে সুন্দরবনের মুড়ুলিখাল এলাকা হতে এ সকল হরিণের মাংস জব্দ করা হয়েছে। অভিযাকালে উপস্থিত ছিলেন খাশিটানা বন টহল ফাঁড়ির স্টাফ আশফুজ্জামান ও শেখ মুিজবুর রহমান। সুন্দরবন খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে।
মোংলা-খুলনা মহাসড়কের বাবুরবাড়ী এলাকায় প্রাইভেট কার চাপায় নিহত ১, আহত ৪।
মোঃ শামীম হোসেন – খুলনা :
মোংলা-খুলনা মহাসড়কের বাবুরবাড়ী এলাকায় প্রাইভেট কার চাপায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন। স্থানীয় প্রত্যক্ষদর্শী মুজিবুর রহমান বাবুল, হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ জানায়, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে মোংলা থেকে খুলনাগামী একটি প্রাইভেট কার মোংলা-খুলনা মহাসড়কের বাবুরবাড়ী বাস ষ্ট্যান্ড সংলগ্ন একটি গাছের সাথে ধাক্কা লেগে যুগলের চায়ের দোকানে ঢুকে পড়ে। এ সময় প্রাইভেটের নিচে পড়ে মহাসড়কের পাশে থাকা ভুষন মন্ডল (৫২) ঘটনাস্থলে নিহত হন। আহত হন চায়ের দোকান ও ভ্যানে বসে থাকা আরো ৪জন। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের মধ্যে মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত বাবুরবাড়ী এলাকার ভেদু লাঠিয়াল (৩৫) কে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুকান্ত কুমার পাল। তিনি বলেন, বাকী তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি আরো বলেন, নিহত ভুষন বাগেরহাটের রামপালের ভেকটমারী গ্রামের পীযুষ কান্তি মন্ডলের ছেলে।