খুলনার দাকোপে ব্র্যাকের উদ্যোগে পৃথক দু’টি কর্মসূচি বাস্তবায়ন হয়েছে। 


প্রকাশের সময় : ডিসেম্বর ২১, ২০২২, ৫:০৮ অপরাহ্ন / ৫৪১
খুলনার দাকোপে ব্র্যাকের উদ্যোগে পৃথক দু’টি কর্মসূচি বাস্তবায়ন হয়েছে। 
খুলনার দাকোপে ব্র্যাকের উদ্যোগে পৃথক দু’টি কর্মসূচি বাস্তবায়ন হয়েছে। 
মোঃ শামীম হোসেন – খুলনা
খুলনার দাকোপে বেসরকারী সংস্থা ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর আওতায় পৃথক দু’টি কর্মসূচি বাস্তবায়ন হয়েছে। মঙ্গলবার উপজেলার তিলডাঙ্গা ইউনিয়নে বাল্য বিবাহ প্রতিরোধে ১২-১৭ বছর বয়সী কিশোরীদের মাঝে তথ্য কার্ড বিতরন করা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য বিজলী বৈরাগী উপস্থিত থেকে কিশোরীদের হাতে এই কার্ড তুলে দেন। এ সময় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সহায়তা কর্মকর্তা সালমা আকতারসহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। তথ্য কার্ডে সকল কিশোরীর ১৮ বছর বয়স পূর্ন হওয়ার তারিখ উল্লেখসহ উপজেলা নির্বাহী অফিসার, দাকোপ থানা এবং ব্র্যাকের হেল্প লাইন নাম্বার দেওয়া হয়। অপরদিকে একই কর্মসূচীর আওতায় সোমবার উপজেলার লক্ষিখোলা পল্লী সমাজ কেন্দ্রে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে কিশোর কিশোরীদের ইতিবাচক আচারনে উদ্বুদ্ধকরণ প্রশিক্ষন দেওয়া হয়। ১২-১৭ বয়সী ২০ জন কিশোর কিশোরী প্রশিক্ষনে অংশ নেন। ব্র্যাকের মোঃ তরিকুল ইসলাম প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন। এ সময় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সহায়তা কর্মকর্তা সালমা আকতারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খুলনার দাকোপে শীতবস্ত্র এবং সেলাই মেশিন বিতরন করা হয়েছে।
মোঃ শামীম হোসেন – খুলনা-
খুলনার দাকোপের খাটাইলে শুকতারা মৎস্য চাষি সমবায় সমিতির উদ্যোগে শীতবস্ত্র কম্বল এবং সেলাই মেশিন বিতরন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আবদুল কাদের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সমিতির সদস্য এবং এলাকার হতদরিদ্রদের হাতে কম্বল ও সেলাই মেশিন তুলে দেন। শুকতারা মৎস্য চাষি সমবায় সমিতির সভাপতি আজগর হোসেন ছাব্বিরের সভাপতিত্বে বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৭১ টিভির খুলনা বিভাগীয় প্রধান রকিব উদ্দিন পান্নু, পানখালী ইউপি চেয়ারম্যান শেখ সাব্বির আহমেদ, দাকোপ থানার এস আই সুশান্ত কুমার দাস, ইউপি সদস্য হানজালা শেখ, শহীদুল ইসলাম এবং বাবু।

খুলনা বিভাগের আরো খবর

আরও খবর