“খুলনার দাকোপে পুলিশের সহযোগিতায় বিকাশের টাকা উদ্ধার”


প্রকাশের সময় : নভেম্বর ১৪, ২০২২, ৭:৩৫ অপরাহ্ন / ৩৭৮
“খুলনার দাকোপে পুলিশের সহযোগিতায় বিকাশের টাকা উদ্ধার”
“খুলনার দাকোপে পুলিশের সহযোগিতায় বিকাশের টাকা উদ্ধার”
মোঃ শামীম হোসেন- খুলনা –
খুলনার দাকোপে থানা পুলিশের সহযোগিতায় বিকাশের টাকা উদ্ধার। থানা পুলিশ সূত্রে জানা যায় জেলার নাজিরপুর থানা এলাকা হতে বিকাশের টাকা ভুলবশত দাকোপ থানা এলাকার এক ব্যক্তির নাম্বারে চলে আসে। উক্ত  টাকা অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর দিক নির্দেশনায় উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়। দাকোপ থানার এসআই (নিরস্ত্র) মোঃ এনামুল হক তিনি অভিযোগের ভিক্তিতে এই টাকা উদ্ধার করেন। উদ্ধারকৃত টাকা হাতে পেয়ে পুলিশের প্রতি আরো আস্তা ফিরে আসে এবং দাকোপ থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
“দাকোপ প্রেসক্লাবের সভাপতির দুলাভাইয়ের মৃত্যুতে প্রেসক্লাবের শোক প্রকাশ”
মোঃ শামীম হোসেন – খুলনা
খুলনার দাকোপ প্রেসক্লাবের সভাপতি, দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার দাকোপ প্রতিনিধি মহিদুল ইসলাম সিপন ভূঁইয়ার মেঝো দুলাভাই মোঃ আবু বক্কর মির (৬৫) রবিবার দুপুর ১২ টা ১৫ মিনিটে খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিউতে থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি — রাজিউন। মৃত্যু কালে তিনি স্ত্রী, ১পুত্র ও ২ কন্যাসহ অসংখ্যক গুনাগ্রাহি রেখে গেছেন। রবিবার মাগরিব বাদ খুলনা বসুপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তাপ্ত পরিবারের প্রতি সমবেদনা  জানিয়ে বিবৃতি দিয়েছেন দাকোপ  প্রেসক্লাবের নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা হলেন প্রেস ক্লাবের সাধারন  সম্পাদক শেখ মোজাফফার হোসেন, সাবেক সভাপতি শচীন্দ্র মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক জি এম রেজা, সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, সাবেক আহবায়ক গোবিন্দ বিশ্বাস, সাবেক সিনিয়র সহ-সভাপতি স্বপন কুমার রায়, বর্তমান সহ-সভাপতি জুবায়ের রহমান লিংকন, কুমারেশ বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক মোঃ শামীম হোসেন, কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম মনি, দপ্তর সম্পদক জি এম আজম, কার্যনির্বাহী সদস্য মজনু ফকির, পারুল বেগম, সদস্য জি এম জাকির হোসেন, তুষার দাস, গাজী আবুল বাশার, বিধান চন্দ্র ঘোষ, দীপক রায়, দীপক সরদার, রুহুল আমীন, সোহাগ আহমেদ, জয়ন্ত রায়, এস,এম মামুনুর রশিদ, প্রবীর রায় বাপ্পী, গাজী সরোয়ার হোসেন প্রমুখ।

খুলনা বিভাগের আরো খবর

আরও খবর