খুলনার দাকোপে আগুনে বসতবাড়ী পুড়া পরিবারের পাশে ইউএনও মিন্টু বিশ্বাস।


প্রকাশের সময় : মার্চ ৪, ২০২৩, ৯:০০ অপরাহ্ন / ৪০২
খুলনার দাকোপে আগুনে বসতবাড়ী পুড়া পরিবারের পাশে ইউএনও মিন্টু বিশ্বাস।
খুলনার দাকোপে আগুনে বসতবাড়ী পুড়া পরিবারের পাশে ইউএনও মিন্টু বিশ্বাস।
মোঃ শামীম হোসেন – খুলনা
খুলনার দাকোপের তিলডাঙ্গা ইউনিয়নের কামিনিবাসিয়া গ্রামের রঞ্জন মিস্ত্রীর পুত্র পবিত্র মিস্ত্রীর বসতবাড়ী গত বুধবার রাতে আগুনে পুড়ে যায়। উপজেলা প্রশাসন বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মাঠে ক্ষতিগ্রস্ত পরিবারের কর্তা পবিত্র মিস্ত্রীর হাতে ২ বান টিন, নগত ৬ হাজার টাকা, ৫টি কম্বল, চাউল, তেল ও সবজি বিতরণ করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদেরসহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
খুলনার দাকোপে ২০ হাজার মিটার অবৈধ জাল জব্দ ও আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
মোঃ শামীম হোসেন- খুলনা
খুলনার দাকোপে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ২০ হাজার মিটার অবৈধ জাল জব্দ ও আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। উপজেলা মৎস্য দপ্তর সুত্রে জানাগেছে, বৃহস্পতিবার সকালে উপজেলা সদর চালনা পৌরসভার বৌমার গাছতলা সংলগ্ন চালনা খাল হতে অবৈধ জাল নির্মূলে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় ২০ হাজার মিটার অবৈধ নেট জাল ও চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। মোবাইল কোর্টে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানা। পরবর্তীতে উপজেলা পরিষদ চত্বরে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিতিতে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, দাকোপ নৌ পুলিশের এসআই মোঃ মনির হোসেন, মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও নৌ পুলিশসদস্যবৃন্দ।

মোংলায় ভাষা শহীদদের স্মরণে টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। 
মেহেদি হাসান নয়ন, বাগেরহাট
মোংলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে ৮ দলীয় টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ২ মার্চ) দিনব্যাপী মোংলা হ্যালিপেড মাঠ (থানার মাঠ) ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
শেখ রাসেল অক্সিজেন ব্যাংক ও শেখ আঃ হাই ব্লাড ফাউন্ডেশনের সার্বিক সহযোগীতায় ও শেখ আঃ হাই স্পোর্টিং ক্লাব এর আয়োজনে মোংলা পৌর ও ইউনিয়নের ৮টি ক্রিকেট দল পর্যায়ক্রমে অংশগ্রহণ করে। ফাইনাল ম্যাচে মুসলিম পাড়া স্পোর্টিং ক্লাব বনাম রেনেসা স্পোর্টিং ক্লাব অংশগ্রহণ করে। খেলায় মুসলিম পাড়া স্পোর্টিং ক্লাবকে হারিয়ে রেনেসা স্পোর্টিং ক্লাব বিজয়ের গৌরব অর্জন করে।
এসময় উপস্থিত ছিলেন, শেখ রাসেল অক্সিজেন ব্যাংক এর প্রতিষ্ঠাতা সভাপতি ও পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, মোংলা ক্রিড়া পরিষদের সদস্য সচিব এম আর রানা, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, রেনেসা স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সরদার আঃ হান্নান, টেন টাইগার অন লায়ন স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শহীদুল ইসলাম দুলাল পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ওয়াসিম আরমান, মোংলা যুব ফোরামের সভাপতি মোঃ পারভেজ খাঁন, শেখ আঃ হাই ব্লাড ফাউন্ডেশনের সভাপতি ও পৌর ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল্লাহ আল আমিন সানি প্রমুখ।
খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।

খুলনা বিভাগের আরো খবর

আরও খবর