“কেশবপুরে ৫১২ হাত লম্বা আর্জেন্টিনার পতাকা প্রদর্শন”
প্রকাশের সময় : নভেম্বর ১৩, ২০২২, ৩:৫৬ অপরাহ্ন /
৭২৯
“কেশবপুরে ৫১২ হাত লম্বা আর্জেন্টিনার পতাকা প্রদর্শন”
রনি হোসেন,কেশবপুর –
কাতারে ফুটবল বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে আগামী ২০শে নভেম্বর। এই বিশ্বকাপকে সামনে রেখে ১১ ই নভেম্বর ২০২২, শুক্রবার বিকেলে যশোর জেলার কেশবপুর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের জাহানপুর দাসপাড়ায় আর্জেন্টিনা সমর্থকবৃন্দরা ৫১২ হাত লম্বা আর্জেন্টিনার পতাকা প্রদর্শন করেছে। আর্জেন্টিনার পতাকা প্রদর্শনের সময় জাহানপুর বাজারে সাধারণ জনগণসহ আর্জেন্টিনার সমর্থকরা ভিড় জমায়। জাহানপুর দাসপাড়া আর্জেন্টিনার সমর্থক ভক্তকুমার দাস বলেন আমরা বরাবরই আর্জেন্টিনার সমর্থক। আমরা আশা করি এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা অনেক ভালো খেলবে। বিশ্বকাপ ফুটবলের আনন্দ উপভোগ করতেই আমরা এই ৫০০ হাত লম্বা আর্জেন্টিনার পতাকা তৈরি করেছি। ৫০০ হাত লম্বা আর্জেন্টিনার পতাকা প্রদর্শনের সময় উপস্থিত ছিলেন জাহানপুর দাসপাড়া আর্জেন্টিনা সমর্থক ভক্তকুমার দাস, লক্ষণ কুমার দাস, নিত্য কুমার দাস, মিলন কুমার দাস, সন্ন্যাসী দাস, শ্যামল দাস,রিপন দাস,গৌতম দাস প্রমুখ এলাকাবাসী ও আর্জেন্টিনার সমর্থকবৃন্দরা।
“কেশবপুরে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত”
রনি হোসেন, কেশবপুর –
কেশবপুরে ফ্রেন্ডস রেডিয়েশন গ্রুপের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এইচএসসি ২০০০ ব্যাচের বন্ধুদের অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘ফ্রেন্ডস রেডিয়েশন গ্রুপ’ আয়োজনে শুক্রবার সকালে কেশবপুর প্রাথমিক শিক্ষক মিলনায়তনে নুরুল ইসলাম ডায়াবেটিক সেন্টার ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লি: এর আয়োজনে ওই ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ‘ফ্রেন্ডস রেডিয়েশন গ্রুপ’ এর বন্ধু ফরিদপুর ডায়াবেটিক মেডিকেল কলেজের এক্স-সহযোগী অধ্যাপক (অর্থো-সার্জারী) এন্ড ডায়াবেটিক ফুট সার্জন ডা: আব্দুল্লাহ আল গাদ্দাফী (রানা)সহ যশোর আদ্-দ্বীন মেডিকেল কলেজের এক্স-সহযোগী অধ্যাপক ডা: মো: সফিউল আলম, যশোর আর্মি মেডিকেল কলেজের গাইনী-অবস বিশেষজ্ঞ এন্ড সার্জন ডা: ফারহানা নাজনীন জুই, নুরুল ইসলাম ডায়াবেটিক সেন্টারের ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা: ফারহানা ইসলাম মৌসুমী।
ফ্রি মেডিক্যাল ক্যাম্পে সকাল থেকে দুপুর পর্যন্ত ১২০ জন রোগিকে চিকিৎসা সেবা ও প্রেসক্রিপশন প্রদান করা হয়। এ ছাড়াও ১৫০ জনকে ফ্রি রক্তের গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষা করানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন ‘ফ্রেন্ডস রেডিয়েশন গ্রুপ’ এর বন্ধু হাফিজুর রহমান, কুন্তল বিশ্বাস, রফিকুল ইসলাম, শাহানুর আলম লিটন, হাদিউজ্জামান বুলবুল, মোদাচ্ছেরুজ্জামান, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ গন্যমাণ্য ব্যক্তিবর্গ।
“কেশবপুরে বাল্যবিয়ে বন্ধ করে বরকে ৭ দিনের কারাদণ্ড”
রনি হোসেন, কেশবপুর –
কেশবপুরে বাল্যবিয়ে বন্ধ করে এক বরকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান এই সাজা দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের কাস্তা গ্রামের রিফুজী পাড়ার আজিজুর রহমান মোড়লের মেয়ে রঘুরামপুর দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণীর ছাত্রী সুরাইয়া খাতুনের বিয়ের দিন ছিল শুক্রবার। বিয়ের সব আয়োজন শেষ করে কনে পক্ষ। জুম্মার নামাজের পর শার্শা উপজেলার গোগা ইউনিয়নের রুদ্ধপুর গ্রামের আনিসুর রহমানের ছেলে সাদ্দাম হোসেন ৫টি মাইক্রবাস নিয়ে বরযাত্রীসহ কনের বাড়িতে বিয়ে করতে যায়। গোপন বাল্যবিয়ের এই খবর পেয়ে ঘটনাস্থলে যান কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান। এ সময় কনের বাড়িতে গেলে বরযাত্রীরা পালিয়ে যায়। এরপর ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিয়ের আয়োজন বন্ধ করে দিয়ে বর সাদ্দাম হোসেনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
“কেশবপুরের সুজাপুর যুব সমাজের আয়োজনে কুরআন মাহফিল অনুষ্ঠিত”
রনি হোসেন,কেশবপুর –
কেশবপুরের সুজাপুর যুব সমাজের আয়োজনে ৫ম বার্ষিক তফসিল কুরআন মাহফিল শুক্রবার সন্ধ্যা রাতে সুজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। আলহাজ্ব আনোয়ার হোসেন দফাদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফসার উদ্দিন গাজী, বিশিষ্ট ব্যবসায়ী আমিনুদ্দিন দফাদার ও বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ।
প্রধান বক্তা হিসাবে আলোচনা করেন হাফেজ মাওলানা মনোয়ার হোসাইন মমিন। দ্বিতীয় বক্তা হিসাবে আলোচনা করেন হযরত মাওলানা মোঃ রবিউল ইসলাম। বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন মুফতি আজহার মাহমুদী।
আপনার মতামত লিখুন :