“কেশবপুরে ভাব বাংলাদেশের উদ্যোগে দলগতভাবে ইংরেজি শেখার উপর প্রশিক্ষণ অনুষ্ঠিত”
রনি হোসেন, কেশবপুর –
কেশবপুরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে রোববার সকালে আনন্দের সঙ্গে দলগতভাবে ইংরেজি শেখার উপর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব বাংলাদেশ)-এর উদ্যোগে উপজেলার গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে বিদ্যালয়ের ৪০ জন ছাত্রী ও ৪ জন শিক্ষক অংশগ্রহণ করেন।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে বিভিন্ন কৌশলে ইংরেজি শেখার উপর প্রশিক্ষণ প্রদান করেন ভাব বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার মো. আরিফুর রহমান। এ সময় বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু, শিক্ষক হোসনেয়ারা খাতুন, হাফিজুর রহমান, গোবিন্দ চন্দ্র বসু ও ভাব বাংলাদেশের ফিল্ড অফিসার কামরুজ্জামান রাজু।
প্রশিক্ষণ অনুষ্ঠানে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ৪০ জন শিক্ষার্থীকে নিয়ে ভাব ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, বিতর্ক ক্লাব, আইসিটি ক্লাব ও ভলান্টিয়াস ক্লাব গঠন করা হয়।
আপনার মতামত লিখুন :