কৃষিতে অবদানের স্বীকৃতি স্বরূপ, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক পেলেন কৃষিবিদ মোমরেজ
মুনজুরুল হক সুজন,নাটোর থেকে
বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার-১৪২৬ পেলেন নাটোরের বাগাতিপাড়া উপজেলার সদ্য বিদায়ী কৃষি কর্মকত কৃষিবিদ মোমরেজ আলী। কৃষিতে অবদানের স্বীকৃতি স্বরূপ বাগাতিপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে ব্রোঞ্চ পদকে ভূষিত হন তিনি । বুধবার (১২ অক্টোবর) ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে তাকে এই সম্মাননা পুরস্কার দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে ভাষন দেন। কৃষি মন্ত্রী ড.আব্দুর রাজ্জাক’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রানি সম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম মতিয়া চৌধুরী। কৃষকদের বানিজ্যিক কৃষিতে উদ্বুদ্ধ করে তাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে এবং থাই পেয়ারা,মাল্টা, ফুল, কমলা, অসময়ের আম, কাশ্মীরি কুল, হাজারি লাউ, বারি লেবু-৩, নিরাপদ বেগুন চাষের ফলে কৃষকরা আর্থিকভাবে লাভবান ও জনগনের পুষ্টির জোগানে অবদান রাখায় এই পদক প্রদান করা হয়েছে বলে জানান কৃষিবিদ মোমরেজ আলী। অনুষ্ঠানে ১৪২৫ ও ১৪২৬ এই দুই সনের ১০টি ক্যাটাগরিতে মোট ৪৪ জনকে বঙ্গবন্ধু জাতীয় পুরস্কারের স্বর্ন, রৌপ্য ও ব্রোঞ্চ পদক দেওয়া হয়। ২৯ তম বিসিএসের কর্মকর্তা মোমরেজ আলী বাগাতিপাড়া থেকে বিদায় নিয়ে গত ৬ অক্টোবর নওগাঁর মহাদেবপুর উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন। তিনি পাবনা জেলার সুজানগর উপজেলার খলিলপুর গ্রামের আব্দুস সোবহান ও হানিফা বেগম দম্পতির ছেলে।
মুনজুরুল হক সুজন
নাটোর থেকে
মোবাঃ ০১৭৭৯৭৬৭৪৬৯
তারিখঃ১২-১০-২২ খ্রীঃ