কুষ্টিয়া মিরপুরে ব্রীজ নির্মাণে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন। 


প্রকাশের সময় : ডিসেম্বর ৮, ২০২২, ৬:০০ অপরাহ্ন / ২৩৩
কুষ্টিয়া মিরপুরে ব্রীজ নির্মাণে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন। 
কুষ্টিয়া মিরপুরে ব্রীজ নির্মাণে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন। 
মিরপুর (কুষ্টিয়া) আশিক :
কুষ্টিয়ার মিরপুরে সড়ক ও জনপথ বিভাগের অধীনে পৌরসভার নওপাড়া মহল্লায় বরিশাল খালের উপর নির্মাণাধীন ব্রীজে ব্যাপক অনিয়মের অভিযোগ এলাকাবাসী মানববন্ধন করছেন। গতকাল বুধবার সকালে ওই স্থানে এলকার বিভন্ন বয়সের শত শত নারী-পুরুষের অংশ গ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময়ে পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল করিম রেজা, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুর রহমান নাজিম, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল গণি প্যারিন, মুক্তিযোদ্ধা আকছেদ আলী, আশরাফুল হা বুলু, জান আলী, আব্দুল হান্নান, ময়েন উদ্দিন, মঞ্জিল শেখ, মুক্তার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। তথ্যানুসন্ধানে জানা যায, গত বছরের মাঝামাঝিতে সেতুটির টেন্ডার অনুষ্ঠিত হয় এতে ঠিকাদারি প্রতিষ্ঠান এম এম বিল্ডার্স কোয়ালিফাই হয়। পরবর্তীতে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে কুষ্টিয়ার ঠিকাদার মুকুল হোসেন কাজটি করছেন। বর্তমানে কাজটির পাইলিং এর কাজ চলছে।  সিডিউলে এক দেড় তিন রেশিওতে ঢালাই এবং ১. ৮ এফএম সিলেট ব্যবহারের কথা থাকলেও সেখানে ফিলিং বালি, এক বস্তা সিমেন্টের সাথে গ্রেডেশন না করেই ১০ ঝুড়ি পাথর ও ওপিসি সিমেন্টের পরিবর্তে পিসিসি সিমেন্ট ব্যবহার করে ঢালাই কাজ চালাচ্ছে। অন্যদিকে, লোকজন চলাচলের স্বার্থে বিকল্প রাস্তা  করার নিয়ম থাকলেও সেখানে দায়সারা গোছের রাস্তাা করেছে যার ফলে সেখানে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে।