কুমিল্লার বরুড়া ভাতেশ্বর গ্রামের  দরিদ্র কৃষক এর ছেলে রিপন  এখন  বিশিষ্ট দানবীর।


প্রকাশের সময় : ডিসেম্বর ২৬, ২০২২, ৫:৪০ অপরাহ্ন / ২৯৮
কুমিল্লার বরুড়া ভাতেশ্বর গ্রামের  দরিদ্র কৃষক এর ছেলে রিপন  এখন  বিশিষ্ট দানবীর।
কুমিল্লার বরুড়া ভাতেশ্বর গ্রামের  দরিদ্র কৃষক এর ছেলে রিপন  এখন  বিশিষ্ট দানবীর।
মোঃ মহিবুল্লাহ্ ভূঁইয়া বাবুল কুমিল্লা চট্টগ্রাম ব্যুরোঃ
কুমিল্লার  বরুড়া  আড্ডা ইউনিয়ন ভাতেশ্বর গ্রামের মোহাম্মদ রিপন তালুকদার গত ১ বছর এ ৮০ থেকে  ৯০ লাখ টাকা দান করেছে। তার গ্রামের আশেপাশের অসহায় মানুষদের মুখে হাসিফুটানোর  জন্য, তার ইউনিয়নে এ দান করা রেন বলে বিশেষ সূত্রে জানা যায়, প্রবাসী  মোহাম্মদ রিপন তার গ্রামে অসহায় মানুষের মাঝে,  টিউবওয়েল, ছাগল,  গরীব অসহায় মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া ব্যবস্থা করে দেন এবং   চাল, ডাল,মসজিদ, মাদ্রাসা ইত্যাদি, সকল কিছুতে সাহায্য করে থাকে। প্রবাসী রিপন বলেন  এ সকল দানের তহবিল গুলো আসে দেশের বাহির থেকে।
রিপন আরও বলেন  এপর্যন্ত ৪ হাজার কোরআন শরীফ,২ হাজার পানির কল, ৭৬৫ টা ছাগল, চাল ডাল, কম্বল এবং প্রতি মাসে এতিম বাচ্চাদের খাওয়ানোর ব্যবস্থা করে দেন।  আরো জানা গেছে সে গত সপ্তাহে  কুমিল্লা জেলার বরুড়া  ভাকসার ইউনিয়ন এর রাঢৃ গ্রামে  ৩০ লাখ টাকার বাজেট নিয়ে একটা মসজিদের কাজ  শুরু করতেছে। তার এই মহৎ কাজে সাধারন মানুষ দরিদ্র মানুষের অনেক উপকার হয়ে বলে মনে করে  এলাকাবাসী বিশেষ করে রোজার ঈদে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার দিয়ে থাকেন এবং কোরবানি ঈদে নিজ অর্থ দিয়ে গরীবদের জন্য গরু ছাগল কোরবানি দিয়ে থাকেন প্রবাসী মোহাম্মদ রিপন।
মোঃ মহিবুল্লাহ্ ভূঁইয়া বাবুল
কুমিল্লা চট্টগ্রাম ব্যুরো
 01837-580747

Bangladesh It Host