একটি কমদামী কম্বল ঠান্ডার সময় গরীব ও গৃহহীনদের জন্য একটি লাইফলাইন হতে পারেঃ এমপি সালাম মূর্শেদী।


প্রকাশের সময় : জানুয়ারী ২৯, ২০২৪, ৮:৫৩ পূর্বাহ্ন / ৩৬০
একটি কমদামী কম্বল ঠান্ডার সময় গরীব ও গৃহহীনদের জন্য একটি লাইফলাইন হতে পারেঃ এমপি সালাম মূর্শেদী।

মামুন শেখঃ
খুলনা ৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, শীতের কষ্ট সেই বুঝবে যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই। শীতার্থ মানুষের কষ্ট লাঘবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে কম্বল বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করছেন।

সমাজের প্রতিটি মানুষের উচিত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা। একজন শীতার্থ মানুষের গায়ে একটি কম্বল দিতে পারা অনেক আনন্দের বিষয়। আমাদের প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে জনসেবায় নিজেকে আত্মনিবেদন করতে হবে।

রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের শামসুর রহমান মাধ্যমিক বিদ্যালয় মাঠে ২৮জানুয়ারী বিকাল ৩টায় কম্বল বিতরণ অনুষ্ঠানে জুম কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

এমপি আব্দুস সালাম মূর্শেদীর নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক মোঃ মফিজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইমদাদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মোতালেব হোসেন, আইচগাতি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোঃ আসাদুজ্জামান।

জেলা শ্রমিকলীগ নেতা হায়দার আলীর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আবদুল্লাহ আল মামুন, শ্রমিকলীগ নেতা কবির শেখ, লিটু বিশ্বাস, ইসহাক শেখ, বাবুল হাওলাদার, রেজাউল ইসলাম,হাসান বেপারী, আব্দুল জব্বার শেখ, মনিরুজ্জামান হাতেম, ছাত্রলীগ নেতা শেখ রিয়াজ, শেখ রাসেল, নোমান সৈকত প্রমূখ।