রিয়াদ ভূঁইয়া, লাকসাম (প্রতিনিধি) কুমিল্লা।
কুমিল্লা লাকসাম উপজেলার বন্যার্ত ৪ শ পরিবারের মাঝে সওয়াব (স্যোসাল এজেন্সী ফর ওয়েলফার এন্ড এন্ডভান্সমেন্ট ইন বাংলাদেশ) এর উদ্যোগে ত্রাণ বিতরন করা হয়েছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে ১১ টায় লাকসাম সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পানিবন্দী ৪’শ হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী-চাউল, মুশুরী ডাল, তৈল, বিষ্কুট, চিনি, দুধের প্যাকেট,লবন, ময়দা, পিউর রাইস বিতরণ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগাইশ দরবার শরীফের পীর মাওলানা মোশতাক ফয়েজী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
লাকসাম উপজেলা নির্বাহী অফিসার মো আব্দুল হাই সিদ্দিকী, সওয়াব’র প্রোগ্রাম অফিসার মোঃ লোকমান, সওয়াব’র অপারেশন অফিসার মোঃ আক্তরুজ্জামান, সুরক্ষা হসপিটালের চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু, উপজেলা পি.আই,ও মোঃ মাজহারুল ইসলাম, সাবেক শিক্ষক এ.কেএম শাহআলম, উপজেলা হিসাব রক্ষক কর্মকর্তা পারভেজ আহমেদ, মোঃ শরীফ, সহ জামায়াত ইসলামীর নেতাকর্মী ও এলাকার গন্যমান ব্যাক্তিবর্গ।