আজিজুল ইসলাম, খুলনা ।
রূপসায় মাদকদ্রব্য অধিদপ্তরের এক বিশেষ অভিযান চলাকালীন সময়ে ১ কেজি ৫০০ গ্ৰাম গাঁজাসহ আটক হয় এক ব্যবসায়ী।এ ব্যাপারে খুলনা মাদক দ্রব্য অধিদপ্তরের এস আই মো. আকবর আলী জানান- গোপন সংবাদে জানতে পায় রূপসার নৈহাটি ইউনিয়ন নেহালপুর এলাকায় একটি বসত ঘরে অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করেছে। এ খবরে দ্রুত ঘটনাস্থলে আমার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গত ১২ নভেম্বর সকাল ৯ টার দিকে উক্ত বাড়ি ঘেরাওপূর্বক তল্লাশি চলার একপর্যায়ে জনি খাঁ স্বীকার করে এবং দেখিয়ে দেয় খাটের নিচে বাজার ব্যাগে রক্ষিত গাঁজা বাহিরপূর্বক তাকে আটক করা হয়। সে নৈহাটি ইউনিয়নের নেহালপুর মিস্ত্রী পাড়া এলাকার মো. হাফিজুর রহমান খাঁর ছেলে মো. জনি খাঁ (২৬)। তার নিকট হইতে ১ কেজি ৫০০ গ্ৰাম গাঁজা উদ্ধার হয়। পরে ধৃত আসামীর বিরুদ্ধে রূপসা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়।