মোঃনাজমুল মোরেলগঞ্জঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে আসন্ন ২০২৫ সালের দ্বিবার্ষিক সম্মেলনকে ঘিরে থানা বিএনপির নেতা-কর্মীদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এ প্রেক্ষাপটে, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এফ. এম. শামীম আহসান সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।
তিনি জানান, দীর্ঘ ১৭ বছর ধরে রাজপথে দলের জন্য লড়াই করে আসছেন এবং বিএনপির প্রতি তার আনুগত্য অটুট। দলের ঐক্য ও শক্তিশালী সংগঠন গড়তে তিনি নেতা-কর্মীদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও দলে অনুপ্রবেশকারীদের প্রতিহত করতে সবাইকে সতর্ক থাকতে হবে। নেতা-কর্মীদের সমর্থন পেলে মোরেলগঞ্জ থানা বিএনপিকে আরও শক্তিশালী করতে তিনি সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন।
সম্মেলনে সংশ্লিষ্ট সকল নেতা-কর্মী ও কাউন্সিলরদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।