মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের গাংনীতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক ও অফিস সহকারী তোফাজ্জেল হোসেনের উপর হামলার ঠিক ২ দিন পর এবার গাংনী সরকারি ডিগ্রি কলেজের হিসাব সহকারী রবিউল ইসলাম (৫০) কে পিটিয়ে ও ইট দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করা হয়েছে। আহত রবিউল গাংনী উপজেলার মহব্বতপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে।
বুধবার (৬ নভেম্বর), দুপুরের দিকে গাংনী সরকারি ডিগ্রি কলেজ চত্বরে চৌগাছা গ্রামের তরিকুল ও সজিব নামের দু’জন তিনাকে গালি-গালাজসহ মারধরের এক পর্যায়ে ইট দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দেয় বলে জানা গেছে।
হামলার শিকার রবিউল ইসলাম জানান, গাংনী পৌর এলাকার চৌগাছা গ্রামের তরিকুল ও সজিব তাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছেন।
তবে নিরাপত্তার অভাবে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেনি বলেও জানান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিউল কলেজ গেটের বাইরে আসার সাথে সাথেই তরিকুল ও সজিবসহ কয়েকজন যুবক তার গতিরোধ করে গালি-গালাজ শুরু করে এবং কিল ঘুষি ও লাথি মারতে মারতে কলেজ চত্বরে নিয়ে যায়। এক পর্যায়ে রাস্তার পাশে পড়ে থাকা ইট দিয়ে তরিকুল মাথায় আঘাত করলে রবিউল রক্তাক্ত জখম হন। খবর পেয়ে কলেজের শিক্ষক, কর্মচারী ও স্থানীয়রা রবিউলকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।
আহত রবিউল ইসলাম জানান, তার সাথে কারো কোন শত্রুতা নেই। শুধু মাত্র আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত থাকার কারণে এই হামলা করা হয়েছে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, সংবাদ পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। এঘটনায় তরিকুল ও সজিনকে আটক করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম :
মেহেরপুরে শিক্ষা অফিসারের পর এবার কলেজের হিসাব সহকারীর উপর হামলা
- Reporter Name
- Update Time : ০৮:৪৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
- ৩৯ Time View
Tag :
আলোচিত