স্টাফ রিপোর্টার, মেহেরপুর।
বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি মেহেরপুর জেলা শাখার সাথে ফার্মাসিউটিক্যাল প্রমোশনাল অফিসার, এরিয়া ম্যানেজার এবং জেলা বিসিডিএস (আহ্বায়ক কমিটি’র) সৌহার্দ্যপূর্ণ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর), বেলা ১১ টার দিকে মেহেরপুর শহরের এশিয়ান মোড়ে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ এর অস্থায়ী কার্যালয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিসিডিএস মেহেরপুর জেলা শাখা আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, জেলা শাখা কমিটির আহ্বায়ক মো. রিনু।
মেহেরপুর সদর উপজেলা বিসিডিএস এর আহ্বায়ক ইলিয়াস হোসেনের সঞ্চালনায় সভায় জেলা বিসিডিএস এর কার্যনির্বাহী সদস্য কাজী খইরুদ্দিন, ইসমাইল হোসেন, সাইফুল ইসলাম, সাবেক সহ-সভাপতি আব্দুল লতিফ, নির্বাহী সদস্য রাকিবুল ইসলাম রন ও ফার্মাসিউটিক্যালসের ম্যানেজার ফোরামের সভাপতি দোলন হোসেনসহ মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলা বিসিডিএস এর আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ এবং জেলা ফারিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা মেহেরপুর জেলা বিসিডিএস ও জেলা ফার্মাসিউটিক্যালস্ প্রমোশনাল অফিসার্সদের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে চলাচল করার জন্য আহ্বান জানান। ঔষধের দোকানে যে কোন ঔষধ কোম্পানির মেয়াদোত্তীর্ণ ঔষধ থাকলে তা আলাদাভাবে প্যাকেটজাত করে রাখার জন্যও তাগিদ দেওয়া হয়।
মেয়াদোত্তীর্ণ ঔষধ স্ব-স্ব কোম্পানির প্রতিনিধিগণ তালিকা তৈরি করে আগামী তিন মাসের মধ্যে কোম্পানির মাধ্যমে পুনরায় রিপ্লেসমেন্ট করবে এবং মেহেরপুর জেলার সকল ঔষধ ব্যবসায়ীগণসহ ঔষধ কোম্পানির প্রতিনিধিদের সাথে এক মিলন মেলার আয়োজন করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।