মোঃ দেলোয়ার হোসেন টাঙ্গাইল জেলা ক্রাইম রিপোর্টার
মধুপুর আনারস চত্বরে স্বেচ্ছায় ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করেছে মধুপুর সরকারি কলেজের রোভার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থী ও আনসার সদস্যগন। রাষ্ট্র ও দেশ সংস্কারে এমন কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্টজনেরা।
বৃহস্পতিবার (৮আগষ্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে যানজট নিরসনে নিরলস ভাবে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতে দেখা যায় সাধারণ শিক্ষার্থী, বিভিন্ন স্কুল-কলেজের রোভার সহ স্কাউট সদস্যদের। দেশজুড়ে চলমান সংকটময় মুহূর্তে বাংলাদেশ পুলিশ সদস্যরা যখন কর্মবিরতিতে আছেন ঠিক সেই মুহূর্তে শিক্ষার্থীদের এই ভূমিকা পালন করতে দেখে খুশি পথচারী ও সাধারণ মানুষ।
সড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি ধ্বংসস্তুপ পরিষ্কার করা এবং রাত জেগে গুরুত্বপূর্ণ স্থাপনা পাহারার কাজে মুগ্ধ সর্বসাধারন। নতুন প্রজন্মের হাতেই ঘুরে দাঁড়াবে বাংলাদেশ এমন প্রত্যাশা বিশিষ্টজনের।
আপনার মতামত লিখুন :