তহমিদার রহমান মিলন নীলফামারী (জলঢাকা) প্রতিনিধি
নীলফামারী জেলা শাখার দ্বি- বার্ষিক সম্মেলন ৩০ নভেম্বর-২০২৪ (শনিবার) নীলফামারী প্রেসক্লাবের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
দ্বি- বার্ষীক সম্মেলন পবিত্র কোরআন তিলাওয়াত এর মধ্যে দিয়ে আলোচনা সভা শুরু হয়।
আব্দুল বারী, আহবায়ক, বাংলাদেশ প্রেসক্লাব, নীলফামারী জেলা শাখার সভাপতিত্বে দ্বি – বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ফরিদ খান, প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটি। দ্বি -বার্ষিক সম্মেলনে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মাহফুজ আলম প্রিন্স, সভাপতি, বাংলাদেশ প্রেসক্লাব রংপুর বিভাগীয়। বাংলাদেশ প্রেসক্লাব নীলফামারী জেলা শাখার দ্বি বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনামুল হক স্বাধীন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর বিভাগীয় শাখা। বাংলাদেশ প্রেসক্লাব নীলফামারী জেলা শাখার দ্বি বার্ষিক সম্মেলনে হামিদার রহমান, সদস্য সচিব, বাংলাদেশ প্রেসক্লাব নীলফামারী জেলা শাখার সঞ্চালনার মধ্যেমে অনুষ্ঠান পরিচালনা করেন।
বাংলাদেশ প্রেসক্লাব নীলফামারী জেলা শাখার দ্বি বার্ষিক সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর ছয় উপজেলার আহবায়ক ও সদস্য সচিব সহ বাংলাদেশ প্রেসক্লাবের, নীলফামারী জেলা ও উপজেলা শাখার সকল সদস্য উপস্থিত ছিলেন।
বাংলাদেশ প্রেসক্লাবের নীলফামারী জেলা শাখার দ্বি বার্ষিক সম্মেলনে আতিয়ার রহমান(ভারপ্রাপ্ত) সভাপতি, নীলফামারী প্রেসক্লাব এবং নুর আলম, সাধারণ সম্পাদক, নীলফামারী প্রেসক্লাব এছাড়াও
শিক্ষাবিদ, রাজনীতিবিদ, সাংবাদিক, জ্ঞানী গুনী ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ প্রেসক্লাব নীলফামারী জেলা শাখার দ্বি বার্ষিক সম্মেলনে বক্তব্যে বক্তারা বলেন,
সাংবাদিক দেশের সর্বত্রই বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশ করাই সকল সাংবাদিক এর মূল লক্ষ, সাংবাদিক হচ্ছে মানবতার ফেরিওয়ালা। বক্তব্যে বক্তারা আরও বলেন সাংবাদিক দেশের চতুর্থ তম স্তম্ভ।
বাংলাদেশ প্রেসক্লাব নীলফামারী জেলা শাখার দ্বি বার্ষিক সম্মেলনের সভাপতির বক্তব্যের মাধ্যমে নীলফামারীর দ্বি-বার্ষিক সম্মেলন সমাপ্ত করেন।
তহমিদার রহমান মিলন
জলঢাকা প্রতিনিধি
৩০/১১/২০২৪