জবি প্রতিনিধি
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে ইতিহাস বিভাগের অধ্যাপক বেলাল হোসাইন বলেন, “বাঙালি জাতি কখনো পরাধীনতাকে মেনে নেয় না। বিগত দেড় হাজার বছরের ইতিহাসেও আমরা এ সত্য দেখতে পাই। সাম্প্রতিক সময়েও আমরা দেখেছি, ছাত্র-জনতা কিভাবে এক ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতা থেকে সরিয়েছে।”
শাখা ছাত্রশিবিরের সভাপতি আসাদুল ইসলাম বলেন, ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মাত্র ছয়জন সদস্য নিয়ে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ এটি লক্ষ লক্ষ শিক্ষার্থীর কাছে পৌঁছে গেছে। সংগঠনটি সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক গঠনে কাজ করে যাচ্ছে। তবে প্রতিষ্ঠার পর থেকেই এই পথচলা সহজ ছিল না। অনেক সদস্য শহিদ হয়েছেন, অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন, কেউ কেউ ক্যাম্পাস জীবন শেষ করতে পারেননি নির্যাতনের শিকার হয়ে। জুলাই বিপ্লবেও বহু সদস্য প্রাণ হারিয়েছেন।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রিয়াজুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শাখা সভাপতি আসাদুল ইসলামসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।