খায়রুল ইসলাম, জবি
অমর একুশে বই মেলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর প্রকাশিত নতুন চারটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। একইসঙ্গে বইমেলায় বিশ্ববিদ্যালয়ের স্টল উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকালে বাংলা একাডেমির মোড়ক উন্মোচন মঞ্চে বইগুলোর মোড়ক উন্মোচন ও বাংলা একাডেমি প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়ের স্টল উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, এটা খুবই ভালে অনুভূতি যে আমরা কম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা চারটি বই এবং স্টুডেন্টের মধ্য থেকে একটি বইয়ের মোড়ক উন্মোচন করতে পেরেছি। যারা বই লিখেছেন তাদের সবাইকে অভিনন্দন, যারা বই লিখবেন তাদেরকেও অগ্রিম ধন্যবাদ।
অনুষ্ঠানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মো. মেজবাহ-উল-আজম সওদাগরের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমীন, রেজিস্ট্রার অধ্যাপক শেখ গিয়াস উদ্দিন, প্রক্টর অধ্যাপক মোহাম্মদ তাজাম্মুল হক, জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক আনওয়ারুস সালাম সহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় প্রকাশিত বইগুলো হলো- বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক নুরুল আমিনের লেখা ‘ইসলামের দৃষ্টিতে টেকসই নগরায়ন সেবা: পরিপ্রেক্ষিত দক্ষিণ সিটি করপোরেশন’, ইতিহাস বিভাগের অধ্যাপক মুহাম্মদ সেলিমের সম্পাদিত ‘সোসাইটি অ্যান্ড স্টেইট ইন সাউথ এশিয়া’,
সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক মো. জাফর ইকবালের ‘আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড এনহ্যান্সিং প্রটেকটিভ ইফেক্টস অফ বন্ডিং সোশ্যাল ক্যাপিটাল অন ডেলিকুয়েন্সি’ এবং ইসলামিক স্টাডিজ বিভাগের ড. মুহাম্মদ খাইরুল ইসলামের ‘আর্থসামাজিক উন্নয়নে ইমামদের ভূমিকার মূল্যায়ন: সমীক্ষা’।