নওগাঁ প্রতিনিধি : নওগাঁ সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নের আওয়ামীলীগের সাধারন সম্পাদক দেওয়ান মনিরুল ইসলাম মিন্টুর পুকুরের প্রায় কোটি টাকার মাছ হরিলুট করার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, বর্ষাইল
ইউনিয়নের কসবা গ্রামের কসবা কুয়ানগর দিঘি লিজ নিয়ে মাছ চাষ করতেন। গত ৫ (আগষ্ট) ছাত্র আন্দোলনে সরকার পদত্যাগ করার পরেই সন্ত্রাসী কায়দায় প্রায় ১ হাজার লোক দলবন্ধ হয়ে পুকুরের মাছ হরিলুট করে।
এসময় স্থানীয় এলাকার একাধীক ব্যক্তি পুকুরের মাছ গুলো রক্ষা করার চেস্টা করেন তবে অসংখ্য লোক হওয়ার কারনে মাছ গুলো হরিলুট হয়েছে। পুকুর চাষ করতে গিয়ে সেখানে সিসি টিভি লাগানো ছিল সেগুলো ভেঙ্গে ফেলেছে, প্রায় ৩ লক্ষ টাকার বৈদ্যুতিক তার মাছের ঘরে খাদ্য গুলোও লুট করেছে।
একাধীক এলাকাৰী জানান যে, আমরা অনেক চেস্টা করেছি বিভিন্ন এলাকা থেকে মানুষে উপচে পড়া ভির তাই আমরা কিছু করতে পারিনি।
এবিষয়ে দেওয়ান মনিরুল ইসলাম মিন্টু বলেন, আমি প্রায় ৬ বছর ধরে ওই পুকুরে মাছ চাষ করছি। সেখানে
আমার প্রায় ৫০ লক্ষ টাকার মাছ দেওয়া ছিল। ছাত্র আন্দোলনে সরকার পদত্যাগ করার পরপরই আমার বাড়ি ভাংচুর, গরু ও পুকুরের মাছ,খাদ্যসহ বিভিন্ন সামগ্রী লুট করেছে। তাই আমার প্রশাসনের কাছ দাবী সঠিক তদন্ত
করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন বলে আসা করছি।
পুকুর মালিক দাবী করা ময়েন উদ্দিন এর সাথে কথা বলে জনা গেছে, আমি পুকুর লিজ দিয়েছি আওয়ামীলীগের নেতা মিন্টুর কাছে সেখানে অকেন টাকার মাছও ছিল আমি অনেক চেস্টা করেও রক্ষা করতে পারিনি। তাই আমি বর্তমান সরকারে কাছে দাবী করবো যেন সুষ্ঠ তদন্ত করে আইনানুগ ভাবে ব্যবস্থা গ্রহন করা হয়।
এবিষয়ে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) জাহিদুল হক এর সাথে মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
আপনার মতামত লিখুন :