Dhaka ০১:০৬ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন কাজী খায়রুজ্জামান শিপন

  • Reporter Name
  • Update Time : ০৯:০১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫
  • ৪৬৭২ Time View

মোঃনাজমুল মোরেলগঞ্জঃ
বাগেরহাট জেলা বিএনপির নেতা ও ২০১৮ সালের নির্বাচনে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন দেশ পুনর্গঠনের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে মোরেলগঞ্জ উপজেলার হোগলাপাশা ইউনিয়ন বিএনপির আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে কাজী শিপন বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা ও রাষ্ট্রীয় অবকাঠামো সংস্কারে তারেক রহমানের ৩১ দফার বিকল্প নেই। বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে এই রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে একটি জ্ঞানভিত্তিক রাষ্ট্র ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা হবে।”তিনি আরও বলেন, “ইতিহাস সাক্ষী, স্বৈরাচার একবার গেলে আর ফিরে আসে না। বাংলাদেশের ভবিষ্যৎ তারেক রহমানের নেতৃত্বেই গড়ে উঠবে।” তিনি বিএনপির তৃণমূল কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ৩১ দফা বাস্তবায়নে কাজ করার আহ্বান জানান।
কাজী শিপন বলেন, “গত ১৭ বছর আমি তৃণমূল বিএনপির পাশে ছিলাম, তাই আজও আপনারা আমার পাশে রয়েছেন। ভবিষ্যতেও আমি আপনাদের পাশে থাকব এবং আধুনিক মোরেলগঞ্জ-শরণখোলা গড়তে সর্বোচ্চ সহযোগিতা করব।” তিনি আরও বলেন, “আমি আপনাদের ভাই, আপনাদের সুখ-দুঃখের সারথি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই আমি রাজনীতি করছি এবং আপনাদের ভালোবাসা নিয়েই সামনের পথে এগিয়ে যেতে চাই।”পথসভায় সভাপতিত্ব করেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল। প্রধান বক্তা ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর হোসেন আলম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল জব্বার মোল্লা, পৌর বিএনপির আহ্বায়ক শিকদার ফরিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মিলন, এফ এম শামীম আহসান, ফারুক হোসেন সামাদ, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাসেল ফকিরসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পথসভা শেষে তারেক রহমানের ৩১ দফা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে লিফলেট বিতরণ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

বাসদ ময়মনসিংহ মহানগর শাখার আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন কাজী খায়রুজ্জামান শিপন

Update Time : ০৯:০১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫

মোঃনাজমুল মোরেলগঞ্জঃ
বাগেরহাট জেলা বিএনপির নেতা ও ২০১৮ সালের নির্বাচনে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন দেশ পুনর্গঠনের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে মোরেলগঞ্জ উপজেলার হোগলাপাশা ইউনিয়ন বিএনপির আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে কাজী শিপন বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা ও রাষ্ট্রীয় অবকাঠামো সংস্কারে তারেক রহমানের ৩১ দফার বিকল্প নেই। বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে এই রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে একটি জ্ঞানভিত্তিক রাষ্ট্র ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা হবে।”তিনি আরও বলেন, “ইতিহাস সাক্ষী, স্বৈরাচার একবার গেলে আর ফিরে আসে না। বাংলাদেশের ভবিষ্যৎ তারেক রহমানের নেতৃত্বেই গড়ে উঠবে।” তিনি বিএনপির তৃণমূল কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ৩১ দফা বাস্তবায়নে কাজ করার আহ্বান জানান।
কাজী শিপন বলেন, “গত ১৭ বছর আমি তৃণমূল বিএনপির পাশে ছিলাম, তাই আজও আপনারা আমার পাশে রয়েছেন। ভবিষ্যতেও আমি আপনাদের পাশে থাকব এবং আধুনিক মোরেলগঞ্জ-শরণখোলা গড়তে সর্বোচ্চ সহযোগিতা করব।” তিনি আরও বলেন, “আমি আপনাদের ভাই, আপনাদের সুখ-দুঃখের সারথি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই আমি রাজনীতি করছি এবং আপনাদের ভালোবাসা নিয়েই সামনের পথে এগিয়ে যেতে চাই।”পথসভায় সভাপতিত্ব করেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল। প্রধান বক্তা ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর হোসেন আলম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল জব্বার মোল্লা, পৌর বিএনপির আহ্বায়ক শিকদার ফরিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মিলন, এফ এম শামীম আহসান, ফারুক হোসেন সামাদ, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাসেল ফকিরসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পথসভা শেষে তারেক রহমানের ৩১ দফা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে লিফলেট বিতরণ করা হয়।