আঃজলিল,স্টাফ রিপোর্ট:—– —যশোরের ঝিকরগাছায় ভাইঝিকে হত্যা করেছে প্রতিবেশী পাষণ্ড ফুফু। হত্যার শিকার সাদিয়া (৮) ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মাটিকুমড়া গ্রামের আবুলের মোড়ের বাবুর মেয়ে আর হত্যাকারী চম্পা (২০) একই গ্রামের আনিসুর মোড়ল এর মেয়ে।
মঙ্গলবার দিবাগত রাত ১২ টার দিকে মাটিকুমড়া গ্রামের হারুন অর রশীদের বাঁশ বাগানে ঝোপের মধ্যে ভিকটিম সাদিয়া খাতুন(০৮) এর লাশ উদ্ধার করা হয়েছে। জানা যায় বাবুর ২ ছেলে ও ১ মেয়ে। ছোট মেয়ে সাদিয়া স্থানীয় নায়ড়া মাদরাসায় পড়াশোনা করে।
মঙ্গলবার দুপুরের পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবার ও গ্রামবাসী বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে ঝিকরগাছা থানায় একটি জিডি করেন। পরবর্তীতে জানা যায় সাদিয়াকে তার প্রতিবেশী ফুফু চম্পার সাথে দেখা গেছে। সন্দেহজনক আসামী হিসেবে গ্রামবাসী চম্পাকে রাতেই ঝিকরগাছা থানায় সোপর্দ করে। এরপর গ্রামবাসী সম্মিলিত ভাবে খোঁজাখুঁজির এক পর্যায়ে হারুন অর রশীদের বাঁশ বাগানে মৃত অবস্থায় সাদিয়াকে পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে এবং সাদিয়ার মৃতদেহ উদ্ধার করে।
প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সাদিয়ার গলায় এবং কানে থাকা স্বর্ণের গহনার লোভে অভিযুক্ত চম্পা ভিকটিমের পরিহিত জামা গলায় পেঁচিয়ে তাকে হত্যা করেছে। চম্পার বিরুদ্ধে এর আগে ছোটখাটো চুরির অভিযোগ আছে এবং সে মাদকাসক্ত বলে গ্রামবাসী জানিয়েছে।
ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান বলেন, পুলিশ ঘটনাটি অবগত হয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘটনা অনুসন্ধানসহ লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। লাশ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।